অনেকের থাকে সংবেদনশীল ত্বক । সেই সকল মানুষের এই উলের কাপড় থেকেও দেখা দিতে পারে সমস্যা। তাই আমাদের প্রত্যেককে থাকতে হবে সতর্ক।
রোগ লক্ষণ
উল অ্যালার্জির লক্ষণ হল- শীতের সময় যদি উলের কাপড় পরে দেখা যায় আপনার শরীর চুলকাচ্ছে, Rash বেরিয়েছে, জায়গাটা লাল হয়ে যাচ্ছে, ফুলে উঠছে, নাক দিয়ে জল গড়াচ্ছে, চোখ লাল হচ্ছে, চোখ দিয়ে গড়াচ্ছে জল, শ্বাসের সমস্যা দেখা দিচ্ছে ইত্যাদি। এই ধরনের সমস্যা দেখলেই আপনি সতর্ক থাকুন। কারণ আপনার হয়তো এই কাপড় থেকে হচ্ছে অ্যালার্জি ।
প্রথমবার সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে চিকিৎসকের প্রেশক্রিপশন দেখে ওষুধ খাবেন। এক্ষেত্রে খেতে হবে অ্যালার্জি বিরোধী ওষুধ। এই ওষুধই আপনাকে প্রাথমিকভাবে সমস্যা থেকে দূর করবে। তবে চিকিৎসকের পরামর্শই সব নয়। সেক্ষেত্রে সমস্যার সমাধানে আপনাকে হয়ে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে।
প্রাথমিকভাবে উলের কাপড় (Wool Cloth) থেকে সমস্যা হচ্ছে বোঝা খুব কঠিন নয়। এক্ষেত্রে বেশিরভাগ সময়ই কাপড় পরার পরপরই দেখা দেয় সমস্যা। তাই আক্রান্ত ব্যক্তি সহজেই সমস্যার কথা বুঝতে পারেন। তবে সবসময় এমনটা হয় না। সেক্ষেত্রে কাপড় পড়ার অনেকক্ষণ বাদে সমস্যা দেখা যায়। তখন সমস্যা বুঝে নিতে হয় সমস্যা। এই রকম অবস্থায় চিকিৎসকই পারেন আপনার সমস্যা বুঝে নিতে।
- উলের কাপড়ে সমস্যা থাকলে আর উলের কাপড় পরা নয়।
- এখন উল ছাড়াও বিভিন্ন কাপড়ের শীত কাপড় বেরিয়ে গিয়েছে। তা পরুন।
- একান্তই উলের কাপড় পরতে হলে আপনি অবশ্যই সেই কাপড় পরার আগে ভালো করে কেচে নেবন। কেচে নেওয়ার পরই পরুন।
- কিন্তু আবার সমস্যা দেখা দিলেও দিতে পারে। তাই চেষ্টা করুন উলের কাপড় না পরার।