AOL Desk : আপনি আপনার জীবনে সুখী? আপনার পেশাগত ও পারিবারিক সুখ দেখে অনেকেই আপনাকে হিংসা বা ঈর্ষা করে, কিন্তু আপনি সময়ের অভাবে আপনার চারপাশে নজর রাখতে পারেন না ঠিকমত? মনস্তত্ত্ব বিষয়ক একটি জার্নাল জানাচ্ছে যে আপনার চারপাশে যদি কয়েকটি লক্ষণ ঘটতে দেখেন তাহলে বুঝবেন আপনার সাফল্যকে কে বা কারা হিংসা করছে।
এক নজরে দেখে নেওয়া যাক কারা আপনাকে দেখে হিংসা করেঃ-
১. আপনি যদি কোনো সঠিক কাজও করেন তাহলে কেউ আপনার খুঁত বের করার চেষ্টা করে? তাহলে সাবধান সেই সব লোকের থেকে। কারণ এরা আড়ালে আপনার প্রতি হিংসার জাল বুনে চলছে প্রতিনিয়ত।
২. কেউ আপনাকে অনুকরণ করার চেষ্টা যদি করে তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখুন, এটা আপনাকে হিংসা করার প্রাথমিক লক্ষণও হতে পারে।
৩. যদি আপনার পিছনে কেউ গুজব রটায় তাহলে বুঝে নেবেন আপনার সাফল্যকে হিংসার চোখে দেখছে সে।
৪. আপনি না চাইলেও কেউ আপনাকে উপদেশ দিচ্ছে? তাহলে সাবধান থাকুন তাদের থেকে।
৫. বেশী হাসি খুশি থাকা লোকজনের থেকেও সাবধানে থাকবেন, তারাও আপনাকে ঈর্ষা করতে পারে।