AOL Desk: কথায় আছে ‘বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর’। এমন অনেক জিনিস পৃথিবীতে আছে যাকে আপাত দৃষ্টিতে দেখলে ভুল বলে মনে হলেও বাস্তবে তা সত্যিই বিদ্যমান। আমাদের সকলের বাড়িতেই কোন দিকে মাথা করে শোয়া উচিত বাড়ির বয়স্করা বলে দেন। কিন্তু আপনি জানেন কী সনাতন ধর্মে কোন দিকে মাথা করে শুলে কি হয় তাঁর বর্ণনা দেওয়া আছে?
মনু সংহিতায় বলা আছে সাধারণত পূর্ব বা দক্ষিণ দিকে মাথা করে শোওয়া উচিত। উত্তর ও পশ্চিমে মাথা করে শুলে আয়ু আস্তে আস্তে কমতে থাকে। মনু মনু সংহিতায় আরও বলা আছে যে পূর্ব দিকে মাথা করে শুলে বিদ্যাপ্রাপ্তি হয়, দক্ষিণে অর্থ ও পশ্চিমে মাথা করে শুলে চিন্তা বাড়ে।
এছাড়াও বলা আছে মাথা নিচু করে শুলে বা নগ্ন হয়ে শুলে এবং ভাঙা খাটে শুলে ধনক্ষয় হয়, এছাড়াও শত্রুবৃদ্ধি ও রোগ হতে পারে।