AOL Desk : ভারতবর্ষে প্রাচীনকাল থেকেই যৌনতা নিয়ে খুব বেশি আলোচনা সামাজিক স্তরে হয়না, তার কারণ প্রাচীনকাল থেকেই ভারতে রক্ষণশীল সমাজ দেখা যায়। বর্তমানে বিজ্ঞানের উপহারস্বরূপ হাতের মুঠোয় ফোন এসে যাওয়ায় অনলাইনে পর্ণ কম বেশী সবাই দেখে। সর্বপ্রথম পুরুষের চোখ নারীর স্তনের দিকেই আপনা আপনি কেন যায়? নারীর স্তনের প্রতি পুরুষের কেন এত আগ্রহ থাকে? এর উত্তর দিচ্ছেন মনোবিজ্ঞানের গবেষকরা।
মনোবিজ্ঞানের গবেষকরা বলছে বংশবিস্তারের ধারণা থেকেই স্তনের প্রতি পুরুষের আকর্ষণ। প্রাচীনকাল থেকেই ক্লান্ত লাগলে বা দুঃখ লাগলে পুরুষেরা নারীর স্তনে মাথা রেখে আসছে। এবং পুরুষদের কাছে নারীর স্তনই হল সবচেয়ে ‘রহস্যজনক’ অঙ্গ। তারা আরও বলছেন বয়ঃসন্ধি কাল থেকেই এই ভাবনার উৎপত্তি হতে শুরু করে । একটি ছেলে বড় হতে হতে দেখে নারীর শরীরে এমন একটি অংশ আছে যা তার নিজের শরীরে নেই। এই ভাবনা থেকেই নারীর স্তন তার কাছে আজীবন রহস্যজনক ও আকর্ষণীয় হয়ে থাকে।
স্তন থেকে নির্গত হওয়া হরমোন সঙ্গমের সময় সাহায্য করে ও মানুষের যৌনক্রিয়াকে প্রভাবিত করে। এই অভ্যাস প্রভাব ফেলে তার পছন্দের ক্ষেত্রেও।