নতুন প্রজন্ম এখন বিয়ের পিঁড়িতে বসার আগে ব্যাচেলারেট (Bachelorette) করে বন্ধুবান্ধবদের সঙ্গে হইহুল্লোড়ে মেতে উঠছে। বলিউডের অভিনেতা, অভিনেত্রীরা তো বটেই এখন সাধারণ অনেক হবু স্বামী-স্ত্রীও এই পার্টির আয়োজন করে থাকেন। বর্তমানে অভিনেত্রী অনুষ্কা রঞ্জনের ব্যাচেলারেট আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। এর আগে অঙ্কিতা লোখন্ডেও নিজের গার্ল গ্যাঙ্গের সঙ্গে ব্যাচেলারেটে হইহুল্লোড় করেছেন। কিন্তু এই ব্যাচেলারেট পার্টিতে মেয়েরা ঠিক কী কী করেন তা কী জানা আছে?
বিয়ের পর বর ও কনের জীবনে নানান পরিবর্তন দেখা যায়। পরিবারের দায়িত্ব কাঁধে আসার পর বন্ধুদের সঙ্গে সম্পর্ক আগের মতো থাকে না। তাই বিয়ের আগে এই পার্টিতে বন্ধুদের সঙ্গে মেতে ওঠেন মেয়েরা। প্রায় সব পার্টিতেই নাচ-গান, মদ্যপান হয়ে থাকে। এর থেকে আলাদা কী হয় ব্যাচেলারেটে? ব্যাচেলারেট সাধারণত মেয়েদের জন্য। এতে হবু কনের বন্ধুরা তাঁর সঙ্গে ঠাট্টা করেন। বর্তমানে অ্যাডাল্ট কেকও ট্রেন্ডিং। এই কেক কাটার মধ্যে নাচ-গান চলতে থাকে।
এই পার্টিতে বন্ধুরা মিলে হবু কনের জন্য বিশেষ নৃত্য পরিবেশন করে তাঁকে চমকে দেন। হবু বর ও কনের লাভ স্টোরি কী ভাবে শুরু হল বা কী ভাবে প্রথম তাঁদের দেখা হল, সে সবই তুলে ধরা হয়। এমনকি ফুলসজ্জার রাতের থিম রেখে খুনসুটিতে মেতে ওঠেন সকলে। বন্ধুরা মিলে হবু কনেকে এমন কিছু উপহার দিয়ে বসেন যা সকলকে দেখানো যায় না। যেমন সেক্সি লঞ্জারি, পার্সোনালাইজড নাইট ওয়্যার, হানিমুনের জন্য গিফ্ট অথবা অ্যাডাল্ট জোকের কার্ড।
অনেকে আবার এই ব্যাচেলারেটে পেশাদার ডান্সারও ডেকে আনেন। আউটডোর লোকেশনে সাধারণত এই পার্টি হয়।