AOL Desk : জাঙ্গিয়ার প্রতি ছেলেদের কেয়ারলেস ভাবটা সারাজীবনই থাকে। শপিং করতে গিয়ে ভেবে চিন্তে প্যান্ট বা শার্ট কিনলেও হাতের সামনে যা পায় সেই জাঙ্গিয়াটা তুলে নেওয়া ছেলেদের স্বভাব। কিন্তু জানেন কী আপনার অন্তর্বাস মারাত্মক বিপদ ডেকে আন্তা পারে আপনার জীবনে?
আমেরিকার ‘ন্যাশনাল ইন্সটিটিউট ফর হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এক্সেলেন্স’ এর একটি সমীক্ষা জানাচ্ছে ঠিক কোন ধরণের জাঙ্গিয়া ব্যবহার করা উচিত, এবং কেন করা উচিত।
১. অন্তর্বাস নিয়মিত পরিষ্কার করা উচিত নাহলে পুরুষাঙ্গ ও চারপাশে হতে পারে ঘা জাতীয় ইনফেকশন।
২. জাঙ্গিয়া সাধারণত সুতির ও ঢিলেঢালা হয়া উচিত।
৩. টাইট জাঙ্গিয়া বা অন্তর্বাস ব্যবহার করা উচিত নয়, এতে পুরুষাঙ্গের বৃদ্ধিতে বাধা আসে।
৪. রাতে জাঙ্গিয়া পরে ঘুমালে শুক্রাণু উৎপাদন কমে যায়।
৫. নিয়মিত অন্তর্বাস বদলানো উচিত।
৬. কিশোর ও তরুণদের জাঙ্গিয়া নিয়ে সচেতন থাকা উচিত।