AOL Desk: কম বেশি সঞ্চয় করতে সবাই চায় কিন্তু ইএমআই ও বিলের চাপে মাস শেষ হওয়ার আগেই টাকা শেষ হয়ে যায় প্রায় ৯০ শতাংশ চাকুরীজীবীর। কিন্তু ছোট কয়েকটি উপায় মেনে চললেই আপনি জমাতে পারেন অনেক টাকা। কিন্তু কিভাবে? নিম্নে বর্ণনা করা হল।
১. ভেবে চিন্তে যদি আপনি কোন জায়গায় ইনভেস্ট করেন তাহলে ভবিষ্যতে পেতে পারেন অনেক টাকা।
২. টাকা জমাতে হবে ভাবলেই যে আপনি টাকা জমাতে পারবেন তার কোনও মানে নেই, প্রথম দিকে যা পারবেন তাই জমানো শুরু করুন পরবর্তী সময়ে আসতে আসতে জমানোর পরিমান বাড়িয়ে দিন।
৩. খরচ পরে করুন, আগে কিছু পরিমান রাশি জমিয়ে নিন তারপর খরচ করুন।
৪. অযথা বাইরে বন্ধুদের সাথে না বেরনোই ভালো, সেই সময়টা পরিবারকে দিন।
৫. অনলাইন শপিং করার আগে তিনদিন কার্টে রেখে অপেক্ষা করুন। এর মধ্যে আপনি হয়ত ভুলেই যাবেন কার্টে রাখা জিনিসটির কথা।