ওয়ার্ক ফ্রম হোম চলাকালীন কাজে উন্নতি করতে মেনে চলুন এই টোটকা (Tips)। অনেক সময় বাস্তু দোষেও (Vastu Dosh) ভালো ফলাফলে বাধা আসে। তাই এই টোটকা মেনে চলতে পারেন।
ওয়ার্ক ফ্রম হোম চলাকালীন ঘরের দক্ষিণ-পশ্চিম (South-west) দিকে বসে কাজ করুন। পেশাগত জীবনে সাফল্য পাবেন। এই দিকটা কাজের জন্য শুভ। এই দিকে বসে কাজ করলে কর্মজীবনের সকল বাধা কেটে যাবে। উন্নতি ঘটবে। উন্নতি (Promotion) আটকে থাকলে তাও পেতে পারেন। ওয়ার্ক ফ্রম হোম চলাকালীন অনেকেরই গাজের গুণগত মান হ্রাস পেয়েছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
এমন ঘরে বসে অফিসের কাজ করুন যার রং ক্রিম, হালকা হলুদ কিংবা হালকা সোনালী। এই রংগুলো কাজে উন্নতি এনে দেয়। কর্মক্ষেত্রে (Job) উন্নতি করতে এই রং হলে শুভ মনে করা হয়। বাস্তু মতে, সঠিক দিকে বসে কাজ করলে জীবনের সকল বাধা কেটে যায়। বাড়ির মধ্য (Middle) ও পশ্চিম (West) দিকের ঘরে বসে কাজ করুন। জ্যোতিষ (Astrology) শাস্ত্র অনুসারে, এই দুই দিকে ঘর হলে অফিসের কাজ ও পড়াশোনায় উন্নতি হবে।
অনেকেই খাটের ওপর বসে কাজ করেন। খাটের ওপর ছোট টেবিল (Table) রেখে বসে তাতে কাজ করা আরামদায়ক। কিন্তু, এতে বাস্তু দোষ দেখা দেয়। তাই অফিসের কাজ করুন চেয়ারে বসে। সম্ভব হলে, কাঠের চেয়ারে বসুন। এতে কর্মজীবনে উন্নতি ঘটবে। আর যে ঘরে বসে কাজ করছেন সেখানে যেন স্তূপাকার কিছু না থাকে। স্তূপ করে রাখা জিনিস থেকে নেগেটিভ এনার্জি 9Energy) তৈরি হয়। এটা কর্মজীবনে খারাপ (Negetive) প্রভাব ফেলে। তাই যে ঘরে বসে কাজ (work) করছেন, সেখানে এমন কিছু রাখবেন না।