AOL Desk: বাড়ির যেখানে সেখানে পুজো ঘর করলেই হল না। সঠিক দিশা মেনে ঠাকুর ঘর করতে হয়। তবেই ঘরে আসে সুখ সমৃদ্ধি আসে। এমনই বলছে বাস্তু টিপস।
কোন দিকে করবেন ঠাকুরঘর
বাস্তু শাস্ত্রে বলছে উত্তর -পূর্ব কোণে ঠাকুরঘর করা সবচেয়ে শুভ। পুজো করার সময় যেন আপনার মুখ পূর্ব দিকে থাকে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কাজেই বাড়িতে কোন দিকে ঠাকুর ঘর করবেন বা ঠাকুরের সিংহাসন রাখবেন সেটা অবশ্যই দিশা মেনে করবেন তবেই তার সুফল মিলবে।
পৃথক ঠাকুরঘরের পরামর্শ
এখন সকলেই ছোট ছোট ফ্ল্যাটে থাকেন। বড় বাড়ি বা নিজস্ব বাড়ি খুব কমই রয়েছে। তাই যাঁদের নিজস্ব বড় বাড়ি রয়েছে তাঁরা যেন আলাদা করে ঠাকুরঘর তৈরি করেন সেই পরামর্শ দিচ্ছে বাস্তুশাস্ত্র। আর যাঁরা ছোট ফ্ল্যাটে থাকেন তাঁরা যেন সঠিক দিশা মেনে তবেই ঠাকুরের সিংহাসন রাখেন।
উঁচুতে রাখুব ঠাকুর
বাস্তু শাস্ত্রে আরেকটি গুরুত্ব পূর্ণ জিনিস বলেছে সেটা হল ঠাকুর কতটা উঁচুতে রাখবেন। ঠাকুরের সিংহাসন কখনোই মাটির কাছাকাছি রাখবেন না। সবসম ঠাকুরের সিংহাসন উঁচুতে রাখা উচিত। অর্থাৎ সেটা যেন আপনার হৃদয়ের সমান উচ্চতায় হয়। বা হৃদয়ের কাছাকাছি হয়।
কি রং করবেন ঠাকুর ঘরের
ঠাকুর ঘরের রং সবসময় হালকা রাখা উচিত। হলুদ, সবুজ এবং হালকা গোলাপী রঙ ঠাকুর ঘরের জন্য সবচেয়ে ভাল। অনেকেই ঠাকুর ঘরে পূর্ব সুরীদের ছবি রাখেন। সেটা একেবারেই করা উচিত নয় বলে জানাচ্ছে বাস্তু শাস্ত্র। ঠাকুর ঘরে কেবল মাত্র ঠাকুরের ছবি অথবা মূর্তি রাখুন। মার্বেলের মন্দির তৈরি করা শুভ বলে মনে করা হয়। কিন্তু অনেকেই সেটা করতে পারেন না তাই কাঠের মন্দিরও তৈরি করতে পারেন।