বিশেষজ্ঞদের মতে, পুজোর (Worship) ত্রুটি থাকলে সংসারে সমস্যা লেগেই থাকে। দেব-দেবতার কৃপা থেকে বঞ্চিত হতে পারেন এই কারণে। এক্ষেত্রে, পুজোর ভঙ্গিমা থেকে মন্ত্রপাঠ নজর দিতে হবে সর্বত্র। আপনি কোন দিকে বসে পুজো করছেন তা খুবই গুরুত্বপূর্ণ। দেব-দেবতার কৃপা পেতে সঠিক দিকে বসে পুজো করা প্রয়োজন। বাস্তু শাস্ত্রে (Vastu Shastra), উল্লেখ আছে কোন দিকে বসে পুজো করা উচিত।
শাস্ত্রে মতে, পূর্ব ও উত্তর দিকে তাকিয়ে পুজো (Worship) করুন। এতে দেবতার কৃপা পাবেন। পুজো করার জন্য এই দিকটা শুভ বলে মনে করা হয়। মনে করা হয়, পূর্বে মুখ করে বসলে জ্ঞান বাড়ে। এই কারণে, শিক্ষার্থীদের এই দিকে মুখ করে বসে পড়তে বলা হয়। তাই পুজো করতে সব সময় পূর্ব (East) ও উত্তর (North) দিকে মুখ করে বসুন। আর শাস্ত্রে এমনই উল্লেখ আছে। শাস্ত্র মতে, পূর্ব, ঈশান ও উত্তর কোন হল সব থেকে শ্রেষ্ঠ দিক। আগ্নেও, নৈঋত্য ও দক্ষিণ দিক শুভ মনে করা হয় না। বাস্তু অনুসারে, ঠাকুর ঘর তৈরি করবেন বাড়ির ঈশান কোণে। এই দিকটা শুভ।
অন্যদিকে, সংসারে সুখ শান্তি বজায় রাখতে চাইলে সঠিক দিকে দেব মূর্তি (Idol) রাখা প্রয়োজন। শাস্ত্রে, কোন দিকে দেবতার মূর্তি রাখবেন তা বর্ণিত আছে। ঠাকুর করে একের বেশি গণেশ (Ganesh) মূর্তি রাখবেন না। তেমনই কোনও ঠাকুরের রুদ্র মূর্তি রাখা উচিত নয়। তাই ঠাকুর ঘরে দেব মূর্তি প্রতিষ্ঠা করার আগে বাস্তু শাস্ত্র মত জেনে নিন। সঠিক তথ্য সংগ্রহ করে ঠাকুরের মূর্তি রাখুন। তা হলে বিপদ দেখা দিতে পারে।