সাজানো-গোছানো ড্রয়িং রুম দেখতে অবশ্যই ভাল লাগে। কিন্তু কোন জায়গায় কোন জিনিসটি রাখবেন তা জানা বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আলমারি, শো-কেস, টেলিভিশন (TV) এবং টেলিফোনের ক্ষেত্রে। সাধারণত এই জিনিসগুলি ড্রয়িং রুমে দেখা যায়। বাস্তু (Vastu tips for home) বিশেষজ্ঞদের মতে দিক মেনেই এই জিনিসগুলি ড্রয়িং রুমে রাখা প্রয়োজন।
আলমারি এখন অনেকেরই বেডরুমে রাখেন। তবে শো-কেস যুক্ত আলমারি আবার অনেকে ড্রয়িং রুমে রাখতে পছন্দ করেন। বাস্তু (Vastu tips for home) বিশেষজ্ঞরা বলছেন, আলমারি সবসময় দক্ষিণ দিকে রাখা উচিত। আর এমনভাবে রাখা উচিত যাতে তার দরজা উত্তরদিকে খোলে। এতেই গেরস্থালিতে সুখ ও শান্তি বজায় থাকবে।
এখন মোবাইলেরই চল। ল্যান্ডলাইন ফোনের চল প্রায় নেই বললেই চলে। তবে কিছু বাড়ির ড্রয়িংরুমে এখনও শৌখিনতার বশে ল্যান্ডলাইন ফোন দেখা যায়। তা যদি আপনার বাড়িতে থাকে। তাহলে দক্ষিণ-পূর্ব দিকে রাখবেন। আর ফোনের কাছে জলের কোনও পাত্র রাখবেন না।
টেলিভিশন আবার অনেক বাড়িতেই বসার ঘরে থাকে। একসঙ্গে সিনেমা, সিরিয়াল কিংবা খেলা দেখতে পছন্দ করেন অনেকেই। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন বোকাবাক্সটিও দক্ষিণ-পূর্ব দিকে রাখা উচিত। তবে ড্রয়িং রুমের দেওয়ালে যদি ঘড়ি রাখেন তাহলে তা দক্ষিণ দিকে রাখবেন না। এমনটাই জানাচ্ছেন বাস্তু গবেষকরা।