সুখ-সমৃদ্ধি ও সৌভাগ্য সর্বদা সঙ্গে থাকুক, তা আমরা সকলেই চাই। তাই আমরা নানান নিয়ম মেনে চলি বা টোটকার আশ্রয় নিয়ে থাকি। কোনও অশুভ শক্তি যাতে আমাদের জীবনে বা বাড়ির আশেপাশেও ঘেঁষতে না পারে তার জন্য আমরা অনেক নিয়ম পালন করে থাকি। কিন্তু এত কিছু করা সত্ত্বেও অনেক সময় ভাল ফল মেলে না।
তবে সঠিক ভাবে বাস্তু নিয়ম মেনে যদি নির্দিষ্ট কিছু জিনিস বাড়িতে রাখা হয়, তাহলে ভাগ্য পরিবর্তন হতে পারে। আসুন দেখে নিন, সৌভাগ্য ফেরাতে কোন কোন জিনিস বাড়িতে রাখা প্রয়োজন।
১) ময়ূরের পালক আধ্যাত্মিকতার প্রতীক। এটি জীবনে সম্প্রীতি ও আনন্দ বয়ে আনে। বাস্তু মতে, ময়ূরের পালক বাড়ির একটি পরিষ্কার জায়গায় রাখুন।
২) ক্রিস্টাল শ্রীযন্ত্র সুখ, সম্পদ, সাফল্য, সৌভাগ্য এবং খ্যাতি অর্জনে সহায়তা করে। এটি রাজা, নেতা ও ব্যবসায়ীদের আর্থিক সাফল্য এবং খ্যাতি অর্জনের জন্য ব্যবহৃত সবচেয়ে বিখ্যাত বাস্তু আইটেমগুলির মধ্যে একটি। এটি পূর্বমুখী করে রাখুন।
৬) সুখ-সমৃদ্ধি বৃদ্ধিতে এবং আর্থিক উন্নতি করতে চাইলে, আপনার বাড়িতে কচ্ছপের মূর্তি রাখুন। তবে খেয়াল রাখবেন কচ্ছপের মুখ যেন অবশ্যই উত্তর দিক করে থাকে। জোড়া কচ্ছপের মূর্তি ঘরে রাখবেন না।
৭) ঘরে অ্যাকোয়ারিয়াম রাখা, সৌভাগ্য বৃদ্ধিতে সাহায্য করে। বিশেষ করে, বাড়িতে গোল্ডফিশ রাখা বেশি শুভ। তবে অ্যাকোয়ারিয়াম বেডরুম, রান্নাঘর বা বাথরুমে ভুলেও রাখবেন না।
৮) লাফিং বুদ্ধ বাড়িতে রাখা কতটা শুভ, তা আমরা প্রায় সকলেই জানি। তবে এটি রাখারও নির্দিষ্ট নিয়ম আছে। বাড়ির লিভিংরুমে সদর দরজার কোনাকুনি করে লাফিং বুদ্ধ-র একটি মূর্তি রাখুন। তাহলে আর্থিক ও সার্বিক উন্নতি হয়। কখনই সদর দরজার একেবারে সামনাসামনি লাফিং বুদ্ধ রাখবেন না। ৯) সদর দরজায় লাল রিবনে তিনটে পয়সা বেঁধে ঝুলিয়ে রাখুন, সুখ-সমৃদ্ধি বাড়বে। তবে পয়সাগুলি যেন অবশ্যই ঘরের ভেতর দিক করে থাকে।