AOL Desk : তেজপাতা ছাড়া রান্নায় স্বাদ ঠিকঠাক আসে না, কিন্তু আপনি জানেন কী তেজপাতা শুধু রান্নায় স্বাদ বাড়াতেই সাহায্য করে না। রূপচর্চার ক্ষেত্রেও তেজপাতার জুড়ি মেলাভার। আসুন দেখে নিই তেজপাতা রূপচর্চার ক্ষেত্রে কীভাবে সাহায্য করে।
১. তেজপাতার গুড়োর সঙ্গে টক দই মিশিয়ে মাথায় মাখুন, খুশকির হাত থেকে মুক্তি পাবেন।
২. একটি পাত্রে জল নিয়ে কিছু তেজপাতা দিয়ে ফোটান, শ্যাম্পু করার পর এই জল দিয়ে মাথা ধুয়ে নিন। এই জল কন্ডিশনারের বিকল্প হিসাবে কাজ করে।
৩. দাঁতের হলুদ ছোপ তুলতে তুথপেস্তের সঙ্গে তেজপাতা বাটা মিশিয়ে ব্রাশ করুন ফল পাবেন।
৪. মুখের ব্রন দূর করতে জলে তেজপাতা দিয়ে গরম করুন। ১০-১৫ মিনিট পরে জল থেকে তেজপাতা ছেঁকে তুলে নিন, পরে এই মিশ্রণ দিয়ে মুখ ধুয়ে নিন।