AOL Desk : যৌনতা বা সঙ্গমের আগে কী কী করা উচিত তা নিয়ে অনেক মিথ আছে। অনেকেই সেই সমস্ত মিথের পিছনে থাকা বৈজ্ঞানিক ব্যাখা না জেনেই দশকের পর দশক ধরে সেই সমস্ত মিথ মেনে আসছে। এমনই একটি ভুল ধারণা ভেঙেছেন নিউ ইয়র্কের ইউরোলজিস্ট ডেভিড কফম্যান।
তাঁর বক্তব্য অনুযায়ী বিভিন্ন দেশের মহিলারা মনে করেন সঙ্গমের আগে প্রসাব করে নেওয়া শরীরের পক্ষে ভালো, কিন্তু বাস্তবে এই ধারণা যে একেবারেই ভুল সেটা বেশীর ভাগ মহিলারাই জানেন না।
কফম্যান বলছেন প্রসাবের সময় মহিলাদের ভ্যাজাইনাতে থাকা অনেক ব্যাকটেরিয়া বাইরে বেরিয়ে আসে, ফলে সেক্সের সময় সেগুলি ইউরেথ্রাতে চলে যেতে পারে। এর থেকে ইউরিনাল ইনফেকশন বা ইউ টি আই-এর মতো ইনফেকশনও হতে পারে। তাই আগে নয় বরং সঙ্গমের পরেই করুন প্রসাব।