AOL Desk : জ্যোতিষ শাস্ত্রে বলা হয় মানুষের শান্তি ও কোনও কাজে নেতিবাচক প্রভাব এর জন্য চন্দ্রই দায়ি। চন্দ্রের অশুভ প্রভাব থেকে মানুষ যদি মুক্ত হতে না পারে তাহলে পরিবারে অশান্তি বাড়তে থাকে। কিন্তু চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন কী করে? নিচে চারটি উপায়ের কথা বলা হল যেগুলি মেনে চললে চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন।
১. প্রতি সোমবার দই, চিনি, চাল পৈতে ও সাদা বস্ত্র দান করুন।
২. প্রতিদিন ভোরে উঠে শিবলিঙ্গে জল ঢালুন ও ‘ওঁ নমোঃ শিবায়’ ১০৮ বার জপ করুন।
৩. প্রতি সোমবার ব্রত রাখুন।
৪. রুপোর আংটির মধ্যে মুক্ত ধারণ করুন কনিষ্ঠায়।