বিশেষজ্ঞদের কথায় দেখেশুনে হোক বা প্রেম করে, সদ্য বিবাহিতরা (Newly Married Couple) বিয়ের পর এই বিষয়গুলি মেনে চলুন। সম্পর্ক ভালো থাকবে।
একে অপরের সঙ্গে কথা বলা
ভলোবাসার বিয়ে হোক বা দেখেশুনে, বিয়ের পর নতুন জীবনে মানিয়ে নিতে একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যে কোনও সমস্যার সমাধান হতে পারে কথা বলা। একে অপরের সঙ্গে কথা বলে বড়বড় যুদ্ধের অবসান হয়েছে। আপনাদের ছোটখাট সমস্যাও এক্ষেত্রে যাবে মিটে। তাই যে কোনও অবস্থায় কথা বলুন। কথা বললেই মিটবে সমস্যা।
বাধানিষেধ নয়
যতই প্রেম ভালোবাসা পর্ব কাটিয়ে আসুন না কেন, বিয়ের আগে আপনারা নিজেদের মতো করে বেঁচেছেন। এক্ষেত্রে পরস্পরের জীবনে হস্তক্ষেপ খুব কম ছিল। বিয়ের পরও এই একই ধারা বজায় রাখুন। কোনওভাবেই একে অপরের উপর বাধা নিষেধ আনতে যাবেন না। এতে সম্পর্ক খারাপ বই ভালো হবে না।
মানিয়ে নিতে সময় দিন
সদ্য একসঙ্গে থাকা শুরু করেছেন। একে অপরের দৈনন্দিন অভ্যাসের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে না। আবার বহু মহিলাদের ক্ষেত্রে তো এই বিষয়টা আরও বড় সমস্যার। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা নিজের বাড়ি ছেড়ে অন্য এক পরিবেশে এসে ওঠেন। এখানকার মানুষ, বাড়ি, পরিবেশ সবই অচেনা। সেক্ষেত্রে মানিয়ে নিতে তো একটু সময় লাগবেই। সেই সময়টুকু দিন। এই সময়ে একে অপরের পাশে থাকুন।
পরস্পরকে ভরসা দিন
নতুন জীবনে হাঁটতে শুরু করেছেন। এই সময়ে ভুলত্রুটি হতেই পারে। এক্ষেত্রে একে অপরের পাশে থাকুন। নিজেদের চলার পথ নিজেরাই সুদৃঢ় করে নিন। নিজেরাই নিজেদের ভরসা হয়ে উঠুন। যে কোনও সমস্যায় একে অপরের পাশে থাকুন। দেখবেন কোনও সমস্যাই নেই। চারিদিকে শান্তি।