AOL Desk : বাঙালি মানেই আড্ডা, আর যদি সাথে এক কাপ চা হয় তাহলে জমে যাবে আড্ডাটা। সকালে ঘুম থেকে উঠে হোক বা সন্ধ্যে বেলা এক কাপ চা বাঙালিকে যে স্বস্তি এনে দেয় তার বিকল্প কোনও দিন বাজারে আসবে কিনা বলা মুশকিল। আর যদি ছোটদের কথা বলি তাহলে আমরা সকলেই জানি যে, ছোটরা বড়দের দেখে অনুকরণ করে শেখে। তাই বড়দের চা খেতে দেখে যে চা খাওয়া শিখবে এও জানা।
ছোটদের সর্দি কাশির সময় চা ওষুধের মত কাজ করে। তাই সকলেই বাচ্ছাদের চা দেন, এর ফলে নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন আপনি।
একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, শিশুদের চা দেওয়ার আগে চায়ের পাতা ৩-৪ মিনিট ভিজিয়ে রাখতে হবে, ও অল্প পরিমাণ পাতাই ব্যবহার করতে হবে। তবে মাঝে মাঝে শিশুদের চা দেওয়া যেতেই পারে তবে মাথায় রাখতে হবে চা যেন বেশি গরম না থাকে। পেট খারাপ হলে আদা চা ও হজম না হলে দারচিনি যুক্ত চা শিশুদের খাওয়ানো যেতে পারে।