AOL Desk : কথায় আছে সময় চলিয়া যায় নদির স্রোতের ন্যায়, সময়ের সাথে সাথে বাড়তে থাকে মানুষের বয়স। আর বয়স বাড়ার সাথে সাথেই বহিঃপ্রকাশ পায় নানাবিধ লক্ষণ। গালে, ঠোঁটে বা চোখের নিচে ভাজ পড়তে শুরু করে দেয়। কিন্তু এমন কিছু উপায় আছে যা মেনে চললে আপনি অকাল-বার্ধক্য এড়াতে পারেন।
একটি সর্বভারতীয় ওয়েবসাইটে প্রকাশ পাওয়া খবর থেকে দেখা যাচ্ছে যে গ্রিন টি, বেদানা আর জোজোবা অয়েল আপনাকে অকাল-বার্ধক্য এড়াতে সাহায্য করবে।
গ্রিন টি— গ্রিন টি শরীরের মধ্যে অবস্থিত অতিরিক্ত টক্সিন বের করে দিতে সাহায্য করে, তাই দিনে ২-৩ বার গ্রিন টি খেলে অকাল-বার্ধক্য এড়াতে পারবেন।
বেদানা- বেদানায় অ্যান্টি অক্সিড্যান্টের পরিমাণ বেশি থাকে তাই ত্বক কুঁচকে যাওয়া বা ত্বকের কালো ছোপ আক্তাকে বেদানার জুড়ি মেলা ভার।
জোজোবা অয়েল— জোজোবা অয়েল ত্বক কুঁচকে যাওয়া রোধ করে ত্বককে টান টান রাখতে সাহায্য করে।