নীল ছবির দুনিয়া। যৌন উদ্দীপনা বাড়াতেই সে রাজ্যে উঁকি দেন মানুষজন। প্রচলিত ধারণা বলে, মূলত মহিলাদের গোপনাঙ্গ দেখার উদেশ্য নিয়েই সেখানে ভিড় জমান পুরুষরা। কিন্তু সমীক্ষা জানাচ্ছে, আদৌ তা নয়। উন্মুক্ত স্তন কিংবা যোনি নয়, পর্ন সাইটে অন্য এক অঙ্গ দেখার প্রতিই বেশি ঝোঁক থাকে পুরুষদের।
নারীশরীরের একেবারেই সাধারণ এক অঙ্গের প্রতি বেশি আকর্ষণ পুরুষদের। পর্ন সাইটেও নাকি সেই অঙ্গ প্রদর্শিত হলেই বেশি খুশি হন তাঁরা। তবে এখানে যে অঙ্গের প্রসঙ্গ রয়েছে, তা নারী দেহের গোপনাঙ্গ একেবারেই নয়। নিশ্চয়ই ভাবছেন, কোনও নারীর চোখ কিংবা ঠোঁটের প্রতি আকৃষ্ট হন পুরুষরা। কিন্তু সেটাও নয়। সমীক্ষা জানাচ্ছে, পুরুষদের মূল আকর্ষণ নারীর উন্মুক্ত পায়ের প্রতি। বিশেষত পায়ের পাতা। যেসব পর্ন ভিডিওতে মহিলাদের পায়ের পাতা দেখা যাচ্ছে, সেগুলিই নাকি বেশি আগ্রহভরে দেখতে চাইছেন পুরুষরা।
একাধিক পর্ন সাইট তাদের পাতায় প্রতিদিন হওয়া সার্চের হিসাব দেখিয়ে এমনটাই দাবি করেছে। এমনকি সাধারণ গুগল সার্চও এই একই কথা বলছে। বেশ কিছু নীল নায়িকাও ইতিমধ্যেই পুরুষদের এই বিশেষ চাহিদার কথা জেনে, পায়ের পাতা দেখিয়ে যৌন উদ্দীপক ভিডিও বানানো শুরু করেছেন। যথেষ্ট জনপ্রিয়তাও পেয়েছেন তাঁরা, এমনটাই জানাচ্ছেন সমীক্ষা।