লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনি (Kidney), হার্ট (Heart), হাড়ের (Bone) মতো শরীরের স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে এই অঙ্গটি (Organ) অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্গটি শরীরে বিভিন্ন জরুরি কাজ করে। মূলত শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেওয়ার কাজটি লিভার খুব সুন্দরভাবে করে থাকে। এছাড়া দেহে পুষ্টিগুণ সঞ্চিত রাখার কাজও লিভারের। এদিকে রক্তকে পরিষ্কার করতেও লিভার কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তাই প্রতিটি মানুষের অবশ্যই নিজের লিভারের খেয়াল রাখা উচিত।
এবার লিভার খারাপ হওয়ার পিছনে অন্যতম দায়ী পানীয় হল মদ্যপান। এছাড়াও আমাদের দৈনন্দিন এই পানীয়গুলিও (Drinks) করতে পারে লিভারের ক্ষতি।
বেশি পরিমাণে মদ্যপান করতে শুরু করলে দেখা দিত পারে সমস্যা। এক্ষেত্রে ধীরে ধীরে লিভারে ফ্যাটের অস্তরণ জমতে থাকে। তার থেকেই মূল সমস্যা দেখা দেয়। তাই মদকে লিভারের শত্রু হিসাবেও অনেক বিশেষজ্ঞ চিহ্নিত করেন। এবার মদ্যপান থেকে দূরে থাকুন।