আমাদের জীবনে সম্পর্ক আসার সময়টা অতি মনোরম। প্রতিটি মানুষ তখন একে অপরের পাশে থাকতে চান। পাশে থেকে নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে নিতে চান। তবে কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে বদভ্যাস (Bad Habits) ভর করে বসে। এই ধরনের বদভ্যাসের কারণে ভাঙতে বসে সম্পর্কও। তাই আপনাকে বেশি মাত্রায় সতর্ক হতে হবে।
এক্ষেত্রে সম্পর্কে আসার পর আপনার মধ্যে এই বদভ্যাস থাকলে আজই বদলান-
প্রতিটি মানুষের একে অপরকে সম্মান করা উচিত। ঠিক আপনিও যেমন মানুষের থেকে সম্মান আশা করেন, ঠিক তেমনই উলটো পিঠের মানুষটিও আপনার থেকে সম্মান চান। তাই নিজের সঙ্গীকে সম্মান না দিলে আগামীদিনে তিনিও এই সম্পর্কে থাকার ব্যাপারে কয়েকবার ভাববেন।
যে কোনও সম্পর্ক গড়ে ওঠে পারস্পরিক বিশ্বাসের উপর। এবার সেই বিশ্বাসই ভেঙে যাবে যদি আপনি কথায় কথায় মিথ্যে কথা বলেন।
একবার সঙ্গী হ্যাঁ বলে দিয়েছেন। ব্যস এরপর তো কোনও চাপ নেই। যেন একের পর এক দিন এভাবেই কেটে যাবে। সঙ্গীর পরোয়া না করলেও চলবে। কারণ তিনি তো আর কোথায় চলে যাচ্ছেন না- আপনার মনেও যদি এই ধরনের চিন্তা চলে, তবে আজই সাবধান। কারণ আপনার অজান্তেই বাড়তে পারে সমস্যা।
অনেকের অভ্যাস রয়েছে বারবার এক কথা বলার। এভাবে এক কথা বলতে থাকলে সামনে থাকা মানুষটির কোনওভাবেই ভালো লাগে না। বরং তিনি বিরক্ত হন।
আপনি সঙ্গীকে ভালোবাসেন জানি। তাই বলে সঙ্গীকে সবসময় নজরে রাখা উচিত হবে না। তিনি কী করছেন, কার সঙ্গে ঘুরতে বেরাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন, সবদিক নজর রাখতে গেলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই এভাবে বেশি পজেসিভ (Over Possessive) হওয়ার কোনও কারণ নেই। বরং সঙ্গীকে (Partner) স্বাধীনতা দিলেই আপনি ভালো থাকবেন।