AOL Desk : সেক্সের সময় মানুষ তার মান ও হুঁশ দুই খুইয়ে ফেলে। কিন্তু সেক্সের আগে কি মানুষের হুঁশ থাকে? সেক্সের সময় কম বেশি সকলেই কন্ডোমের ব্যবহার করে কিন্তু কেন? এই প্রশ্ন করলে বেশীরভাগ লোকের ‘জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে’ এই উত্তর এলেও অনেকেই জানে না কন্ডোম ব্যবহারের সুফল গুলি কি কি। কন্ডোমের সুফল সম্পর্কে নিম্নে আলোচনা করা হলঃ-
১. কন্ডোম ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল জন্ম নিয়ন্ত্রণে সাহায্য করে।
২. যৌনরোগ হওয়া থেকাতে কন্ডোমের জুড়ি মেলা ভার। বিশেষ করে অ্যানাল সেক্সের এডস হওয়ার সম্ভাবনা থাকে প্রবল, তাই এই সময় কন্ডোম ব্যবহার করলে এডস হওয়ার সম্ভবনা থাকে না।
৩. সঙ্গমের সময় আনন্দ বাড়াতেও সাহায্য করে কন্ডোম। বরতমানে বিভিন্ন সুগন্ধি কন্ডোম তো আছেই এর সাথে ডটেড কন্ডোম সঙ্গিনীর শিহরণ বাড়াতে সাহায্য করে ও লং লাস্ট কন্ডোম বীর্যপাত দেরিতে করতে সাহায্য করে।
৪. বিভিন্ন জন্ম নিয়ন্ত্রক পিলের পার্শ্ব প্রতিক্রিয়া থাকেলও কন্ডোমের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই এটি যত খুশি ব্যবহার করা যেতে পারে।