যৌন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় আয়নার উপস্থিতি। (Lifestyle Tips) আজ্ঞে হ্যাঁ, টিভ টুগেদার কিংবা দাম্পত্যে অনেক সময়ই ধারাবাহিক যৌন জীবনে এসে যায় ক্লান্তি কিংবা একঘেয়েমি। তখন বাজিমাত করতে পারে এই আয়নাই। চলুন জেনে নেওয়া যাক।
সম্পর্কে ঘূণ ধরেছে, কিংবা রাতে পরিশ্রম করে বাড়ি ফিরে আর যৌন জীবনে ফিরছেন না, দূরে দূরে শুয়ে পড়ছেন, এসব নেগেটিভ এনার্জি থেকেই মুক্তি দেবে কেবল একটি আয়না। বিশেষজ্ঞরা বলেছেন, আয়নার সামনে যৌনমিলন করলে বা সঙ্গমে মাতলে আত্মবিশ্বাস বাড়ে। আপনার চেহারা যেমনই হোক, আপনার সঙ্গী যে আপনার সঙ্গে যৌনতায় পাচ্ছেন তা আয়নায় প্রতিফলিত হলে আরও সুখের শিখরে পৌছবেন।
বিশেষজ্ঞরা বলেছেন, নিজেদের সঙ্গমরত অবস্থায় দেখলে আরও বেশি উত্তেজনা বাড়বে। এর ফলে সঙ্গমও আরও দীর্ঘ হবে। তাই আয়না থাকলেওই সেটা সম্ভব।সঙ্গমরত অবস্থায় নিজেদের আয়নায় দেখলে সঙ্গমের সময় আর কোনও চিন্তা মাথায় আসবে না। এর ফলে যৌনতা আরও বেশি অন্তরঙ্গ হয়ে উঠবে।
বড় আয়না ঘরে থাকুক কিংবা বাথরুমে, যখন সঙ্গমে মেতে উঠবে, তখনই এক ঘেয়েমি কেটে বেরিয়ে যাবে। ইচ্ছে বাড়বে আরও অনেকবেশি সময় ধরে যৌন মিলনে থেকে যেতে।সমীক্ষায় দেখা গিয়েছে, অনেকেই পর্ণগ্রাফি নিজেদের যৌন উত্তেজনাকে বাড়িয়ে তোলে। বিশেষজ্ঞরা বলেছেন এই উপায় অবলম্বন না করে বরং আয়নার সামনে সঙ্গম করুন। দেখবেন নীল ছবির তুলনায় এটা বেশি আকর্ষণীয়।
আয়নার সামনে সঙ্গমে মত্ত হওয়ার বিষয়ে কয়েকটা জিনিস খেয়াল রাখুন। চেষ্টা করুন এমন জায়গা ব্যবহার করতে যেখানে কমফোর্ট থাকবে। তাহলে সঙ্গমে চূড়ান্ত আনন্দ পাবেন।