চেনা মুখ। চেনা টিম। সেই চারমিনারের আমেজে চেনা গোয়েন্দাগিরি। তবে এবার খালি ওটিটি প্ল্যাটফর্ম বদল। এর আগে আড্ডা টাইমস-এর জন্য ফেলুদা সিরিজ বানিয়েছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তবে এবার হইচই-এ ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ নিয়ে ফিরছেন পরিচালক।
সোমবার সত্যজিত রায়ের ১০১তম জন্মবার্ষিকীর দিনই বাঙালির সত্যজিত রায় প্রীতিকে আরেকটু উসকে দিয়ে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’ মুক্তির সময় জানিয়ে দিল প্রযোজনা সংস্থা। এই গরমেই ফিরছেন ফেলুদা। জুনেই শুরু হবে সিরিজের ওটিটি স্ট্রিমিং।
‘ফেলুদা’ হিসেবে নিজেকে মেলে ধরতে আড়াই কেজি ওজন ঝরিয়েছেন টোটা। ফেলুদার মতো হাঁটা-চলা, সেই পুরনো মেজাজ ফিরিয়ে আনা, সবই করেছেন। আড্ডা টাইমস-এর সুবাদেই প্রথমবার ‘ফেলুদা’-র জুতোয় পা গলিয়েছিলেন তিনি। এবার ‘হইচই’-এর জন্য। বাঙালির অন্যতম আইকনিক চরিত্র ‘প্রদোষ চন্দ্র মিত্র’ হিসাবে দর্শক মনে গেঁথে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী। তা সত্ত্বেও ফেলুদা হিসাবে নিজেকে প্রমাণ করে দেখিয়েছেন টোটা, ঝলকেও নজর কাড়লেন তিনি।
স্বাস্থ্য সচেতন টোটা আদতে ধূমপানের তীব্র বিরোধী। তবে ফেলু মিত্তিরের মতো মগজাস্ত্রে শাণ দেওয়ার জন্য এবার টোটা চারমিনারে মজেছেন। শুধু তাই নয়। তিনি নাকি রীতিমতো ‘চেইনস্মোকার’ হয়ে গিয়েছেন। এখন অনায়াসেই একটা নিভন্ত সিগারেট থেকে আরেকটা ধরিয়ে লম্বা লম্বা ধোঁয়া ছাড়তে পারেন।
নতুন ফেলুদা সিরিজ ‘ফেলুদার গোয়েন্দাগিরি’-র প্রথম ভাগ তৈরি হচ্ছে ‘দার্জিলিং জমজমাট’ কাহিনিকে ঘিরে। ফেলুদার চরিত্রে থাকছেন টোটা রায় চৌধুরী।তোপসের ভূমিকায় নজর কাড়বেন কল্পন মিত্র আর জটায়ুর চরিত্রে থাকছেন ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তী।