পাঁচ বছর পূর্ণ হল হইচই (Hoichoi) প্ল্যাটফর্মের । এবার সিজন ৬ নিয়ে নতুন ভাবে আসছে হইচই । এই সিজনে একগুচ্ছ নতুন সিরিজ, সিনেমার ঘোষণা করতে চলেছেন শ্রীকান্ত মোহতা (Srikant Mohta) । পুজোর আগে নতুন চমক দিলেন সৃজিত মুখোপাধ্যায়। দর্শকদের জন্য তাঁর উপহার ‘ফেলুদার গোয়েন্দাগিরি’র নয়া সিজনের পোস্টার। এ বারের গল্প ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’।
রবিবাসরীয় সকালে একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টোটা। তাতেই স্পষ্ট হয়েছে হইচইতে ফেলুদার দ্বিতীয় সিরিজ আসছে।মঙ্গলবার সন্ধ্যাবেলায় নতুন পোস্টারটি প্রকাশ্যে এনেছেন সৃজিত। আর তা দেখেই যেন দর্শকদের উত্তেজনা বাঁধ মানছে না। কবে দেখা যাবে নতুন সিজন? তাঁর উত্তর অবশ্য এখনও মেলেনি। তবে ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে পরিচালকের পোস্ট।
Agar firdaus bar roo-e zameen ast, hameen ast-o, hameen ast-o, hameen ast…#BhushawrgoBhoyonkawr #FeludarGoyendagiri #Season2 @hoichoitv @tota_rc @Anirban_C_ pic.twitter.com/mwGiWjtawe
— Srijit Mukherji (@srijitspeaketh) September 20, 2022
এ বার শ্রীনগর-সহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘুরে রহস্যের জট খুলবে ফেলুদা। তার সঙ্গী তোপসে এবং জটায়ু। আর তাদের সঙ্গে জুড়ে যাবে আরও অনেক চরিত্র। সত্যজিৎ রায়ের ছোট গল্প ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’কে পর্দায় মেলে ধরবেন সৃজিত। হইচই ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে সিরিজটি।সৃজিতের হাত ধরে ফেলুদা হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। লালমোহন থুড়ি জটায়ু হয়েছেন অনির্বাণ চক্রবর্তী। ‘তোপসে’ কল্পন মিত্র।
প্রসঙ্গত, এই বড়দিনেই বড় পর্দায় আসছে সন্দীপ রায়ের ছবি ‘হত্যাপুরী’, তাতে ফেলুদার ভূমিকায় দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত।