কলেজ জীবনের স্মৃতি উস্কে দিতে সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন তাঁর পরবর্তী ছবি X=Prem।কলেজ জীবন যে কোনও মানুষের জীবনের গোল্ডেন পিরিয়ড। এবার সেই সোনালী দিনগুলিতেই ফিরিয়ে নিয়ে যাবে সৃজিত তাঁর এই ছবির মাধ্যমে। সাদা কালো ক্যানভাসে এই ছবির চিত্রায়ন করেছেন পরিচালক। প্রথমে ছবির মুক্তি তারিখ ছিল ৮ এপ্রিল। সেখান থেকে পিছিয়ে করা হয়েছিল ১৩ মে। কিন্তু, এবার আবার হঠাৎই পিছিয়ে দেওয়া হল এই ছবির মুক্তির দিনক্ষণ। রাতারাতি মে থেকে নিয়ে ৩ জুন করে দেওয়া হল এই ছবির মুক্তির তারিখ।
২৯ শে এপ্রিল মুক্তি পেয়েছে টলিউডের দুই সুপারস্টার জিৎ ও দেবের ছবি। এখনও পর্যন্ত দুটি ছবি বেশ ভালো ব্যবসা করেছে বক্স অফিসে। অন্যজিকে ৬ মে মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তীর ‘মিনি’। ২৯ মে মুক্তি পেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়ে ছবি ‘আয় খুকু আয়’। এছাড়াও সামনে রয়েছে ‘বেলাশুরু’-র মুক্তি। এছাড়াও একসঙ্গে এতগুলো বাংলা সিনেমা মুক্তি পাওয়া নিয়ে অসন্তোষ ছিল হলমালিকদের মধ্যে। তাই সব সাত পাঁচ ভেবেই কি ছবি মুক্তির তারিখ পিছলেন সৃজিত তা এখনও স্পষ্ট নয়।
বহু বছর আগে একটি প্রেমের গল্প লিখেছিলেনপরিচালক। তখন নাম ছিল ‘দেজা ভু’। সময় বদলায়। বদলায় নাম। ‘দেজা ভু’ ফেরে ‘x=prem’ হয়ে। সৃজিত জানিয়েছেন, “আমার প্রেমের গল্প বলতে ইচ্ছে করছিল। আজ পর্যন্ত যে ক’টি ছবি বানিয়েছি, সেগুলিকে পুরোপুরি প্রেমের বলা চলে না। কিন্তু এই গল্পটি প্রযোজকদের শোনাতেই তাঁরা রাজি হয়ে যান। খুব অল্প বাজেট নিয়ে তৈরি ছবি। আশা করি দর্শকের ভালো লাগবে।”
এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস, অর্জুন চক্রবর্তী ও মধুরিমা বসাক। এই ছবি দিয়ে অভিনয় জগতে ডেবিউ করছেন অনিন্দ্য এবং শ্রুতি।