AOL Desk: একটা সম্পর্ককে সুন্দর ভাবে টিকিয়ে রাখার জন্য অনেক পরিশ্রম করতে হয়। সব সময় যে সম্পর্কের গ্রাফ ভালো থাকবে এমন নয়। ওঠা-পড়া ভুল বোঝাবুঝি থাকবেই। একে যদি অন্যের সঙ্গে মন খুলে কথা না বলতে পারেন, নিজের সমস্যার কথা বলতে না পারেন তাহলে কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যায়। সেখান থেকে নেতিবাচকতা আসতেই পারে। একবার মনে নেগেটিভিটি আসলে তা দূর করা খুব মুশকিলের। তাই যে সব বিষয় সম্পর্কে অবশ্যই মেনে চলবেন
নিজেদের খুশি থাকা- যখন নিজেদের সম্পর্কটা নিয়ে আরও কিছুটা এগোতে চাইছেন ভবিষ্যৎ দেখতে চাইছেন তখন একে অন্যের সঙ্গে থেকে খুশি কিনা তা দেখুন। জোর করে কিন্তু কখনও খুশি থাকা যায় না। আর খুশি কাউকে দেখানোর জন্য নয়। নিজের ভেতর থেকে খুশি থাকলে তবেই এগোন, কারণ আপনারা খুশি থাকলেই বাকি সব কিছু ঠিক থাকবে।
কমিউনিকেশনই শেষ কথা নয়- সম্পর্কে কমিউনিকেশন অবশ্যই প্রয়োজন। কিন্তু কমিউনিকেশন ভালো হলেই যে সম্পর্ক ভালো থাকবে এমন কিন্তু নয়। সম্পর্কে একে অপরকে বুঝতে হবে, ধৈর্য রাখতে হবে। কথা বললেই যে সব সময় সব সমস্যার সমাধান হয়ে যায় এমন নয়। কারণ কথা দিয়েই অনেকে সঙ্গীকে ভুলিয়ে রাখতে চান। তাই এদিকটা নিজেরই বুঝতে হবে। কখনও অসৎ হবেন না।
শ্রদ্ধা- একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। সম্পর্কের প্রতি শ্রদ্ধা না থাকলে সেই সম্পর্ক কিন্তু ভেঙে যেতে বাধ্য। এরকম অনেক ঘটনাও হয়েছে। একবার যদি একে অন্যকে অবিশ্বাস করেন, কিংবা সঙ্গী যদি একই ভুল বারবার করেন তাহলে সেই সম্পর্ক ভেঙে যেতে বাধ্য। তাই সঙ্গীর কোনও কিছু পছন্দ না হলে সরাসরি বলুন কিন্তু কখনও অশ্রদ্ধা করবেন না।
একটা গন্ডি টানুন- সম্পর্কের ক্ষেত্রেও একটা গন্ডি টানুন। সব সময় আপনার সব কাজেই যে সঙ্গীকে সংযুক্ত করতে হবে এমন নয়। বরং কিছু সময় নিজের জন্য রাখুন। নিজের মতো করে কাজ করুন। নিজে শপিং করতে যান, ঘুরে আসুন। সম্পর্কে থাকলেও নিজের মতো করে সময় কাটনো জরুরি। আর আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনও ব্যক্তিকে ঢুকতে দেবেন না। মা-বাবাকেও নয়। নিজেদের সমস্যা নিজেরা মেটান। নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিন।