জ্যোতিষ শাস্ত্রে বাস্তু একটি গুরুত্বপূর্ণ অংশ। বাস্তু মতে, আর্থিক সংকট, উন্নতিতে বাধা এমনকী শারীরিক সমস্যা (Physical Problem) হতে পারে বাস্তুদোষে। বাস্তু দোষ বলতে, শুধু ঘরের দিক নির্দেশ নয়। দেওয়াল চিত্র (Wall Hanging) থেকে ঘরের রং, এমনকী সূচ-সুতো সবই বাস্তুর মধ্যে পড়ে।
এই সব জিনিস যেমন ভুল দিকে রাখলে তৈরি হয় বাস্তু দোষ। তেমনই আমাদের আচরণের ভুলেও বাস্তু দোষ তৈরি হয়। আমরা অজান্তে নিজেদের অমঙ্গল ডেকে আনি। যেমন দরজার সামনে জুতো রাখলে আর্থিক উন্নতিতে বাধা আসে। বাস্তু মতে, মা লক্ষ্মী (Maa Laxmi) ঘরে প্রবেশে বাধা পায়। তাছাড়া, বাড়ির প্রধান দরজায় অন্ধকার রাখতে নেই। সেক্ষেত্রে অশুভ শক্তি ঘরে প্রবেশ করে। এমনই একটি বস্তু (Vastu) ভুল হয় ঘুমের দোষে।
আমরা ভুল দিকে মাথা করে ঘুমালে তৈরি হতে পারে বাস্তু দোষ। এর থেকে যেমন আর্থিক বাধা আসে তেমনই হতে পারে স্বাস্থ্যহানি। বাস্তু মতে, দক্ষিণ দিকে মাথা করে ঘুমান। শাস্ত্র অনুসারে, দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো শুভ। এতে স্বাস্থ্য ভালো থাকে। শাস্ত্রে বলা হয়েছে, উত্তর (North) দিকে মাথা করে ঘুমানো মোটেই উচিত নয়। উত্তর দিকে মাথা করে ঘুমালে মানসিক চাপ অনুভূত হবে।
বাস্তু মতে, বেডরুমে খাট যেদিকেই রাখুন, উত্তর দিকে মাথা করে ঘুমাবেন না। বাস্তু শাস্ত্রে বলা হয়েছে প্রতিটি মানুষের দক্ষিণ (South) দিকে মাথা করে ঘুমানো উচিত। কারণ, পৃথিবীর চৌম্বক শক্তি দক্ষিণ থেকে উত্তরে চালিত হয়। ফলে এই শক্তি মাথা দিয়ে প্রবেশ করে পায়ে চলে যায়।