AOL Desk: হিন্দু ধর্মে শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। প্রসঙ্গত, প্রতি মাসের কৃষ্ণপক্ষে শিবরাত্রি পালিত হয় হিন্দু শাস্ত্র মতে। তবে শ্রাবণ মাসে শিবের প্রিয় মাস বলে পরিগণিত হয়। সেই সূত্র ধরে শ্রাবণ মাসের প্রতি সোমবারই কিছু ব্রত পালিত হয়। একনজরে দেখা যাক শ্রাবণের শিবরাত্রি ঘিরে কোন কোন তথ্য উঠছে।
শ্রাবণের শিবরাত্রি
২৪ জুলাই থেকে বিশেষ শাস্ত্র মতে শেষ হচ্ছে আষাঢ়। শ্রাবণ শুরু হচ্ছে সেদিন। আর তার সঙ্গেই শিবভক্তদের কানওয়ার যাত্রা ঘিরেও থাকছে একাধিক কৌতূহল। তবে করোনা পরিস্থিতিতে সেই যাত্রায় কিছু বিধি থাকবে। এদিকে শাস্ত্র মতে ৬ অগাস্ট শ্রাবণ মাসের শিবরাত্রি পড়ছে।
৬-৭ অগাস্ট কেন নজরে?
মূলত, শাস্ত্র মতে ৬ অগাস্ট থেকে ৭ অগাস্ট কৃষ্ণা চতুর্দশীতে পালিত হবে শিবরাত্রি। ৬ অগাস্ট থেকে ৭ অগাস্টের মধ্যে চলবে শিবরাত্রির পারণ কাল। এই তিথিতেই পলিত হবে শিবরাত্রি।
শ্রাবণের শিবরাত্রির পুজো মুহূর্ত
৬ অগাস্ট পড়েছে শুক্রবার। সেদিন ব্রত পর্ব রয়েছে। এদিন উপবাস করে শিবের বিশে। ব্রত পাঠ করলে যাবতীয় মনষ্কামনা পূরণ হয় বলে জানা যায়। নিশিতকালের পুজো ৭ অগাস্ট পড়েছে। সেদিন রাত ১২:০৬ মিনিট থেকে ১২:৪৮ মিনিট পর্যন্ত রয়েছে নিশীথ কালের পুজো। পুজোর সময় ৪৩ মিনিট। শিবরাত্রির ব্রত পালন সময় ৭ অগাস্ট ভোর ৫:৪৬ মিনিট থেকে গুপুর ৩:৪৭ মিনিট পর্যন্ত।
পুজোবিধি
স্নান করে শিবলিঙ্গকে এদিন ঘি, মধু দিয়ে সাজাতে হবে। এরপর শিবলিঙ্কে জল ও দুধ দিয়ে স্নান করাতে হবে। স্নারে পর চন্দন , দূর্বা ঘাসে সাজাতে হবে শিবকে। এরপর ফুলের সাজে সাজবেন নীলকণ্ঠ।