শিব পুরাণ অনুযায়ী শিবলিঙ্গ অত্যন্ত সংবেদনশীল।(Lord Shiva) কথিত আছে যে, শিবলিঙ্গের সামান্য পুজো করলেই শুভ ফলাফল লাভ করা যায়। বাড়িতে সাধারণত শিবলিঙ্গ রাখা হয় না। তবে জ্যোতিষ মতে, বাড়িতে শিবলিঙ্গের পুজো করলে শিব পুরাণে বর্ণিত কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হয়।
* প্রতিদিন শিব লিঙ্গের পুজো করা সম্ভব হলে, তবেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন। অন্যথা ভুলেও বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন না।
* শিব পুরাণ অনুযায়ী বাড়িতে শিবলিঙ্গ রাখলে তাঁর প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয়। বরং শিবলিঙ্গ রেখে প্রতিদিন নিয়ম-নীতি মেনে তাঁর পুজো ও অভিষেক করা উচিত।
* শিব পুরাণে এ-ও বলা হয়েছে যে, সম্ভব হলে নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গই বাড়িতে রাখা উচিত। নর্মদা নদী থেকে বেরোনো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখলে অধিক শুভ ফলাফল লাভ করা যায়।
* প্রতিদিন শিব লিঙ্গের পুজো করা সম্ভব হলে, তবেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন। অন্যথা ভুলেও বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন না।
* শিব পুরাণ অনুযায়ী বাড়িতে শিবলিঙ্গ রাখলে তাঁর প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয়। বরং শিবলিঙ্গ রেখে প্রতিদিন নিয়ম-নীতি মেনে তাঁর পুজো ও অভিষেক করা উচিত।
* শিব পুরাণে এ-ও বলা হয়েছে যে, সম্ভব হলে নর্মদা নদীর পাথর দিয়ে তৈরি শিবলিঙ্গই বাড়িতে রাখা উচিত। নর্মদা নদী থেকে বেরোনো পাথরের শিবলিঙ্গ বাড়িতে রাখলে অধিক শুভ ফলাফল লাভ করা যায়।
* বাস্তু শাস্ত্র অনুযায়ী সপ্তাহ অথবা দিনে এক বা দুবার শিবলিঙ্গের জল স্নান পর্যাপ্ত নয়। এ কারণে শিবলিঙ্গে সবসময় জলধারা থাকা উচিত। উল্লেখ্য, শিবলিঙ্গ থেকে প্রতি মুহূর্তে একটি শক্তি নির্গত হয়। এই জলধারা সেই শক্তিকে শান্ত রাখে।
* বাড়িতে ধাতু দিয়ে তৈরি শিবলিঙ্গ রাখতে হলে, সোনা, রুপো বা তামা ব্যবহার করা উচিত। পাশাপাশি সেই ধাতুর একটি নাগও শিবলিঙ্গে রাখবেন। শিবলিঙ্গের পুজো করার সময় কেতকীর ফুল, তুলসী, সিঁদূর এবং হলুদ অর্পণ করতে নেই। আসলে এই সামগ্রীগুলি শিবের অপ্রিয়।