শুরু হচ্ছে শীতের ছুটি। সামনেই হাতছানি দিচ্ছে নতুন বছরের উইকএন্ড। আর নতুন বছর একবার গড়াতে শুরু করলেই শীত শেষ, ঢুকে পড়তে হবে কাজে। তার চেয়ে এইবেলা প্রেমিকের সঙ্গে চুটিয়ে উপভোগ করে নিন শীতের নরম রোদ্দুর আর হিমেল সন্ধেগুলো। আপনার জন্য আমরা সাজিয়ে দিলাম কিছু দুর্দান্ত ডেটিং টিপস। এক একটা দিন নতুন কিছু করুন দু’জনে আর রংচঙে করে তুলুন শীতের বেলাগুলো।
চাইনিজ় আর সিনেমার রাজযোটক
শীতের দুপুরে গরম গরম স্যুপে চামচ ডোবাতে কী ভালোই না লাগে, বলুন? তা হলে কোনও ভালো চাইনিজ় রেস্তরাঁয় দুপুরের খাবার খেলে কেমন হয়? লাঞ্চ শেষ করেই ঢুকে পড়ুন অন্ধকার সিনেমাহলে। আপনাদের ঘনিষ্ঠতাই বাড়তি উষ্ণতা ছড়াবে বাকি সময়টা।
শ্যাম্পেন সোনালি সন্ধে
বড়োদিনের মেজাজটা ধরে রাখতে সন্ধেবেলা বাড়িটা মোমবাতি দিয়ে সাজিয়ে ফেলুন। টেবিলে ফ্লুট গ্লাসে শ্যাম্পেন ঢেলে রাখুন। হালকা সুগন্ধি, পশমের আদরে জমে উঠবে সন্ধের একান্ত মুহূর্তগুলো।
বইয়ের পাতায়, লেপের আদরে
শীতের সন্ধেয় লেপের উষ্ণ আদর গায়ে মেখে পরস্পরের পছন্দের বই পড়ার মজাই আলাদা। হাতের কাছে রাখুন কিছু মুখরোচক স্ন্যাকস আর পানীয়। একসঙ্গে বই পড়ুন, গল্প করুন আর উপভোগ করুন পরস্পরের সান্নিধ্য।
শীতলতার আস্বাদ
কনকনে ঠান্ডায় আরও কনকনে এক চামচ আইসক্রিম মুখে তোলার রোমাঞ্চ শুধু বলে বোঝানো সম্ভব নয়। রেস্তরাঁ হোক বা বাড়ি, আপনার রোমান্টিক ডিনার মেনুতে অবশ্যই রাখুন আইসক্রিম বা ফ্রোজ়েন ফ্রুট সালাড। প্রতি চামচে শীতলতা নয়, উষ্ণতা খুঁজে পাবেন আপনাদের প্রেমে।
কফিহাউসের আড্ডা
বাঙালি প্রেমের সঙ্গে কফিহাউসের সম্পর্ক চিরকালীন। আর আজকাল তো ঝকঝকে কফিশপে ছেয়ে গেছে শহর৷ পছন্দসই একটা টেবিল খুঁজে বসে পড়ুন, অর্ডার দিন গরম দার্জিলিং চা বা আমেরিকানো, আর ফিরে যান সম্পর্কের সেই পুরনো দিনগুলোয় যখন কফিশপে বসে কেটে যেত ঘণ্টার পর ঘণ্টা৷