AOL Desk : আমরা ঠাকুর দেবতার পুজা করি সাধারণত ভগবানকে তুষ্ট করার জন্য, যাতে ভগবানের আশীর্বাদের জীবনে সুখ-শান্তি বজায় থাকে। কিন্তু পূজার সময় বিশেষ কিছু জিনিসের দিকে খেয়াল রাখা উচিত নাহলেই সামনে সমূহ বিপদ বলছে সনাতন ধর্ম।
কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে পূজার সময়? আসুন দেখে নেওয়া জাকঃ-
১. ঠাকুর ঘর নিয়মিত পরিষ্কার রাখা উচিত।
২. পুজায় বসার আগে পরিষ্কার পরিছন্ন হয়ে পুজায় বসা উচিত।
৩. সকালে ঈশ্বরকে ভোগ না দিয়ে খাবার খাওয়া উচিত নয়।
৪. আরতি করার সময় ঘণ্টা বা কাঁসর বাজান যাতে নেগেটিভ এনার্জি ঘরে ঢুকতে না পারে।