AOL Desk: রথের দিনটিকে সবচেয়ে শুভ দিন হিসেবে মনে করেন হিন্দুরা। এদিন গোটা দেশ জুড়ে ভক্তরা জগন্নাথের মাসির বাড়ি বেড়াতে যাওয়ার উৎসব পালন করেন। রথযাত্রার দিন শ্রীজগন্নাথ, বলরাম এবং সুভদ্রা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোভাযাত্রা সহকারে নিজের বাড়ি থেকে এক সপ্তাহের জন্য মাসির বাড়ি বেড়াতে যান। কিন্তু তারও একটা শুভ সময় রয়েছে।
তৃতীয়া লাগছে ১২ জুলাই সকাল ৮টা ২১ মিনিট থেকে চলবে ১৩ জুলাই সকাল ৮টা ২৫ পর্যন্ত। এই সময়কালকে শাস্ত্রমতে শুভ সময় হিসেবে মনে করা হচ্ছে। এছাড়াও আরও একটি সময়ের কথা বলা হয়েছে পৃথক পঞ্জিকাতে। ১২ জুলাই সকাল ৭টা ২০ সেকেন্ড ৫৩ মিনিট থেকে শুরু হবে শুভ সময়। শেষ হবে ১৩ জুলাই ৭ টা ১৪ মনিট ১৯ সেকেন্ডে।
পুরীর রথযাত্রায় ব্যবহৃত তিনটি রথের ভিন্ন ভিন্ন নাম থাকে। জগন্নাথদেবের রথের নাম ‘নান্দীঘোষ’, বলরামের রথের নাম ‘তালধ্বজ’ এবং সুভদ্রার রথের নাম ‘দর্পদলন’। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের দড়ি স্পর্শ করলে বা দড়ি টানলে পূণ্য লাভ হয়। শাস্ত্রমতে, রথযাত্রার পূণ্য তিথি যেকোনও কাজ শুরুর ক্ষেত্রে অত্যন্ত শুভ।
রথযাত্রার দিন কী করা উচিত:
১) এই দিন গঙ্গা স্নান করুন, এতে পূণ্যলাভ হয়।
২) জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে তুলসী এবং গোলাপের মালা দিন, এর সঙ্গে একটি গোটা ফল রাখুন। তবে মালা নিজে হাতের তৈরি হলে ভাল।
৩) রথের দিন দান-ধ্যান করলে শুভ ফল পাওয়া যায়।
৪) রথযাত্রার দিন অন্তত একবার রথের দড়ি টানার বা স্পর্শ করার চেষ্টা করুন।
৫) এই দিন যেকোনও শুভ কাজ করতে পারেন, যেমন – ভিত পুজো, গৃহপ্রবেশ বা নতুন দোকান, নতুন অফিস উদ্বোধন।
৬) রথের দিন বৃক্ষরোপণ করা শুভ। বিশ্বাস করা হয় যে, এই দিনে গাছ লাগালে পূণ্য লাভ হয়।
৭) এই দিন জগন্নাথ মন্ত্র জপ করলেও পূণ্য লাভ হয়।