AOL Desk: প্রায় আমরা সকলেই জীবনের কোনও না কোনও সময় এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এবং পাত্র বা পাত্রী খোঁজার জন্য অনেকটা সময় কাটিয়ে দিই। প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু গুন থাকে তারা তাদের সেই গুনের দ্বারা পাত্র বা পাত্রীর গুন খোঁজে। অনেক দেখে শুনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও স্বামী ও স্ত্রী একে অপরের কিছু মুল্যবান গুণের বিষয়ে না জেনেই সারা জীবন অতিবাহিত করে দেয়। কারণ সেই সমস্ত গুনগুলি খালি চোখে ধরা পড়ে না। আসুন নিম্নে আমরা দেখে নিই সেই সমস্ত গুনের ব্যাপারে-
১. শেখার ক্ষমতাঃ এই পৃথিবীতে আমরা সবকিছু যে জানি সেটা কেউই বলতে পারবে না, রাস্তাঘাটে বা ট্রেনে বা মোবাইলের মাধ্যমে প্রতিদিনই কিছু না নতুন জিনিস শিখি। যদি আপনার সঙ্গীর এই সহজেই নতুন কিছু শেখার গুন থাকে তাহলে আপনার মত লাকি কেউ নেই।
২. জিতেও না জেতাঃ কথায় আছে মানুষ জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে যায়, আর এই লড়াই হয় জেতার লড়াই। কিন্তু আপনি শুনলে অবাক হবেন স্বামী ও স্ত্রীর মধ্যে এই লড়াই প্রায় থাকেনা বললেই চলে ফলে কর্মরত স্বামী ও স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও গভীর হয়।
৩. উৎসাহ প্রদানঃ যদি আমাদের কাছে কোনও ব্যাক্তি পজিটিভ কোনও বার্তা দেন তাহলে আমরা অনেক অসম্ভব কাজকেই সম্ভব করতে পারি। আপনি শুনলে অবাক হবেন স্বামী ও স্ত্রীর মধ্যে এই গুনটি বিদ্যমান ফলে একে অপরকে উৎসাহ দিয়ে কঠিন থেকে কঠিনতম কাজও খুব সহজেই করে ফেলে।
৪. কমিউনিকেশন স্কিলঃ কথায় আছে যে ভালো কথা বলতে পারে সে সবার সাথে মিশতে পারে, বিয়ের পর দুটো অচেনা পরিবার এক হওয়ায় অনেক অসুবিধার সৃষ্টি হয় কিন্তু স্বামী ও স্ত্রীর যদি কমিউনিকেশন স্কিল ভালো হয় তাহলে দু পরিবারের সেই সমস্ত অসুবিধাকে দূরে সরিয়ে সহজেই দুটো পরিবার এক হ্যে যায়।