AOL Desk : বিভিন্ন পূজায় বেলপাতা বা বিল্বপত্র দরকার হয় কারণ বিল্বপত্র ত্রিনেত্র, ত্রিশূল, ত্রিগুণ ও ত্রিলোকের প্রতীক। এর পাশাপাশি শিবের পূজায় বেলপাতা লাগে। কিন্তু জানেন কী বৈদিক বাস্তুশাস্ত্র অনুযায়ী বিল্বপত্র নিবেদন কিছু নিয়ম মেনে করতে হয় নাহলে হিতে বিপরীত হতে পারে।
বাস্তু শাস্ত্রে পাঁচটি বিধানের কথা বলা হয়েছে, জেনে নিন সেগুলি।
১. স্নান করার পর শুচি বস্ত্র পরে তবেই বিল্বপত্র তোলা উচিত।
২. কচি বেলপাতা তোলা কখনই উচিত নয়।
৩. বেলপাতা অপরিষ্কার পাত্রে রাখলে বিপদ ডেকে আনবেন
৪. গাছ থেকে বেলপাতা তোলার পর ভালো করে ধুয়ে তারপর ভগবানকে নিবেদন করা উচিত।
৫. কবরখানার নিকটবর্তী বেলগাছ থেকে বেলপাতা তোলা উচিত নয়।