ফের এক হতে চলেছে দর্শকদের প্রিয় ‘মোহর’ জুটি। তবে এবার আর ছোট পর্দায় নয়, সোজা বড় পর্দায় দেখা যাবে তাদের। মৈনাক ভৌমিকের পরিচালনায় অভিনয় করবেন প্রতীক এবং সোনামণি। খবর চাউর হতেই উচ্ছ্বসিত এই জুটির অনুরাগীরা।
প্রযোজক রানা সরকার কথা দিয়েছিলেন, ছোটপর্দার জনপ্রিয় জুটিকে বড়পর্দা পর্যন্ত পৌঁছে দেবেন। তিনিই জানিয়েছেন, ১০ বছর পরে তিনি ফের জুটি বাঁধছেন পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে। ২০১২-য় ‘বেডরুম’-এর পরে তাঁদের আগামী ছবি ‘বেহায়া’। সেখানেই নাকি বেডরুম থেকে ড্রয়িং রুম, সর্বত্র চূড়ান্ত বেহায়াপনা করবেন প্রতীক!
মৈনাক জানিয়েছেন, চেনা ছকে তিনি আর হাঁটছেন না। গল্পের ভিতরে গল্প থাকবে। সিনেমার ভিতরে সিনেমা। সেই অনুযায়ী, পর্দায় প্রতীক ছবির পরিচালক। তাঁর দুই নায়িকা সোনামণি আর প্রিয়াঙ্কা সরকার। এ ছাড়াও, বিশেষ চরিত্রে দেখা যাবে দেবাশিস মণ্ডলকে। ছবির শ্যুট সম্ভবত অগস্ট কি সেপ্টেম্বরে। তার আগে অভিনেতাদের নিয়ে মহড়া দেবেন তিনি। তবে গল্পের গতিপথ বদলালেও শ্যুটের গতিপথ কিন্তু বদলাচ্ছেন না মৈনাক। প্রতি বারের মতো এ বারেও কলকাতা তাঁর ক্যামেরায় বন্দি হবে, নতুন ভাবে।
আর শঙ্খ স্যার কতটা বেহায়া এই গল্পে? ‘পরিচালক যতটা বলবেন, ততটাই’, জানিয়েছেন প্রতীক। ১০ বছর পর বেহায়াতেই ফের দেখা যাবে মৈনাক ভৌমিক আর প্রযোজক রানা সরকারের জুটি।