AOL Desk : জল আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির মধ্যে অন্যতম। জল ছাড়া একদিনও বেঁচে থাকার কথা ভাবলেই আমরা শিহরিত হয়ে উঠি। কিন্তু ভেবে দেখুনতো আপনার অজান্তেই জলের সাথে শরীরে যদি প্লাস্টিক ঢোকে তাহলে? এমনই দাবি করছেন একদল গবেষক।
প্রতিদিন পানীয়র সাথে একটু একটু করে আমাদের শরীরের মধ্যে ঢুকছে প্লাস্টিক, ভবিষ্যতে এর ফল যে মারাত্মক হতে পারে তার ইঙ্গিত আগেই দিয়েছে ‘হু’।
গবেষকদের দাবি পরিত্যক্ত জলে লবণ ও অ্যাসিড মিশে থাকে, ফলে এই জলের সংপর্শে প্লাস্টিক এলে প্লাস্টিকের পলিমারের ন্যানোপার্টিকল জলে মিশে যায়। পরে ওই জল পরিশোধনের পরে লবণ ও অ্যাসিড জল থেকে আলাদা করা সম্ভব হলেও প্লাস্টিককে আলাদা করা যায় না কারণ সেটি ব্যায়বহুল। এইভাবে মানবদেহে এক মাসের মধ্যেই ঢুকতে পারে কয়েক গ্রাম প্লাস্টিক। যার জন্য ভবিষ্যতে একাধিক রোগের সৃষ্টি হতে পারে, যা নিশ্চিহ্ন করে দিতে পারে গোটা মানবজাতিকে।