টনিকের পর থেকে একটু বেশিই ব্যস্ত হয়ে পড়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় (king of ghost)। পরিচালক প্রীতম সরকার এ বার পরাণ বন্দ্যোপাধ্যায়কে (Paran Bandopadhyay film) বানিয়ে দিচ্ছেন ভূত । আসছে বাংলা ছবি ‘সৎ ভূত অদ্ভুত’। ছবিতে এই বিশেষ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন খরাজ মুখোপাধ্য়ায়, পার্থ সারথি, প্রসূন গাইন, রাজু মজুমদার, পূজা সরকার, ইভলিনা চক্রবর্তী সহ আরও অনেকে।
‘সৎভূত অদ্ভুত’-এর গল্পের প্রেক্ষাপট শুরু হচ্ছে দুই বন্ধু বিল্টু এবং রানাকে দিয়ে। পেশায় তারা চোর এবং টিকিট ব্ল্যাকার। চোরের ভূমিকায় পার্থসারথি আর টিকিট ব্ল্যাকারের ভূমিকায় প্রসূন গাইন । একদিন এই দুই মূর্তিমান ধরা পড়ে এবং পিটুনি খায়। এরপর তারা দুজনে এক ফন্দি আঁটে । ঘন জঙ্গলে চলে যায় দুজনে । জঙ্গলে তাদের সঙ্গে কী ঘটে সেটাই চমক । তারা কি পালটে যাবে কোনওদিন ? নাকি এই অসৎ পথেই এগিয়ে চলবে তাদের জীবন ? এই প্রশ্নের উত্তর মিলবে ছবিতে ।
অরিন্দম চৌধুরীর প্রযোজনায় আসছে এই ছবি। মে মাস থেকে শুরু হবে ছবির শুটিং । ছবির একটি গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে দক্ষিণ কলকাতার এক মল-এ ।
পার্থসারথির সঙ্গে জুটি বেঁধে কাজ করতে পেরে বেজায় খুশি প্রসূন । তিনি জানান, “দুটি অসৎ ছেলের সৎ পথে এসে সমাজের সঙ্গে লড়াই। শর্ত পূরণের তাগিদে সমাজের বড় বড় মহারথীদের সঙ্গে পাল্লা দিয়ে কিভাবে তাদের জীবনের ছন্দ বদলাবে! আদৌ বদলাতে পারবে কিনা? কী ঘটেছিল সেদিন রাতে জঙ্গলে? সব মিলিয়ে এক সামাজিক কিন্তু রোমাঞ্চকর নতুন ছন্দের গল্প ‘সৎভূত অদ্ভুত’। এটা একটা ডার্ক কমেডি । দর্শকের ভাল লাগবে । আর যেখানে পরাণদা আর খরাজদা আছে সেখানে গল্প আলাদা মাত্রা পেতে বাধ্য বলে আমার বিশ্বাস ।”