সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তর শেষ ছবির ঝলকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। শেষ পর্যন্ত সেই প্রতিক্ষার অবসান হল। আজই মুক্তি পেয়েছে ‘বেলাশুরু’ ট্রেলার। উইন্ডোজের দফতরে ঘটা করে হল ট্রেলার লঞ্চ অনুষ্ঠান।
২০ মে মুক্তি পাচ্ছে ‘উইন্ডোজ প্রোডাকশন হাউজ’-এর বহু প্রতীক্ষিত ছবি। প্রয়াত দুই শিল্পীর জুটিকে পর্দায় ফিরে পেতে অধীর অপেক্ষায় দর্শকেরা। সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত নেই। অথচ ভীষণ ভাবে সকলের মধ্যেই রয়েছেন তাঁরা। ‘বেলাশেষে’-‘বেলাশুরু’ পরিবারেরই অংশ যেন তাঁরা। শনিবার ছবির প্রোমোর ঝলক মুক্তির অনুষ্ঠানে দুটি চেয়ার ফাঁকা রাখা হয়েছিল তাঁদের জন্য। চেয়ারের উপর ‘সৌমিত্র চট্টোপাধ্যায়’ এবং ‘স্বাতীলেখা সেনগুপ্ত’ লেখা।
পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘কে বলেছে ওঁরা নেই? ওঁরা তো ‘বেলাশেষে’-‘বেলাশুরু’ পরিবারেরই অংশ। ওঁদের বাদ দিয়ে কি প্রচার ঝলক মুক্তি পেতে পারে? বাড়িতে আমার বাবার রেখে যাওয়া বইয়ে আজও নিমপাতা দেওয়া থাকে। আমার মা আজও পরম যত্নে বাবার চটি আঁচল দিয়ে মোছে। মৃত্যুর পরে এ ভাবেই তো থেকে যান পরিবারের মানুষ। সৌমিত্রদা, স্বাতীদির ক্ষেত্রে তা হবে না কেন?’’
পরিচালক জুটি আগেই জানিয়েছেন, ‘বেলাশেষে’-এর সিক্যুয়েল নয় এই ছবি। এই ছবিতে ফুটে উঠবে একদম নতুন এক পরিবারিক গল্প। যদিও ‘বেলাশেষে’-এর প্রায় সব অভিনেতারাই ‘বেলাশুরু’র অংশ।
ছবির টিজারেই স্বাতীলেখার চুলে সৌমিত্রর পরম যত্নে চিরুণী চালানো দেখে আবেগে ভেসেছেন অনুরাগীরা। এ বার পুরো প্রচার ঝলক দেখে নতুন করে ডুব দেওয়ার পালা প্রবীণ জুটির আশ্চর্য রসায়নে। ইতিমধ্যেই লোকের মুখে মুখে ফিরছে ছবির গান। অনুপম রায়ের ‘সোহাগে আদরে’ নতুন করে বুনেছে প্রেমের সুর। বিয়ের লোকগান ‘টাপাটিনি’র তালে দুলে উঠছে বাংলা থেকে বিদেশ।