AOL Desk : অনেক দুরের যাত্রা খুবই কম সময়ে করতে বিমানের জুড়ি মেলাভার। আমরা অনেক যাত্রীকেই দেখি যাদের বিমানে উঠলেই কোনও না কোনও সমস্যা হয়। আসুন দেখে নেওয়া যাক বিমানে ওঠার আগে বা পরে কোন জিনিসগুলি না করলে আপনি সুস্থ থাকবেন।
১. মদ্যপান করে বিমানে না ওঠাই ভালো, কারণ মদ্যপান করে বিমানে উঠলে তা মস্তিষ্কের ক্ষতি করতে পারে। তাই মদ্যপান করে বিমানে উঠে কোনও সমস্যা অনুভব করলে অবশ্যই বিমান সেবিকাকে বলুন।
২. বিমানের মধ্যে জল সব সময় সিল্ড বোতল থেকে খাবেন।
৩. বিমানের মধ্যে কিছু খাওয়ার আগে হ্যান্ড-স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করে নিন। সিটের পেছনের ট্রেতে কখনই খাবার রাখবেন না।
৪. বিমান ওড়াকালীন জানালার শাটার খোলা রাখুন যাতে কোনও সমস্যা হলে তা বিমান সেবিকার চখে পরে।