AOL Desk : মানব শরীর রহস্যে মোড়া, এমন অনেক জিনিস আছে খালি চোখে দেখে অলৌকিক মনে হলেও তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। মহিলাদের ঋতুচক্রের পর শরীরে ডিম্বাণু উৎপন্ন হয় একথা সকলেরই জানা, আবার আমরা এও জানি যে শুক্রাণু ও ডিম্বানুর মিলনে ভ্রূণ তৈরি হয়। মহিলাদের ঋতুচক্রের সময় একের জায়গায় দুটি ডিম্বাণু উৎপন্ন হলে যমজ সন্তান হয়। কিছু কিছু ক্ষেত্রে একটি ডিম্বাণু ভেঙে গিয়েও যমজ সন্তান হতে পারে। চিকিৎসকেরা বলছেন যমজ সন্তান দুধরণের হতে পারে, ভিনধর্মী যমজ অভিন্নধর্মী যমজ।
ভিনধর্মী যমজ সাধারনত দুটি ভিন্ন ডিম্বাণু থেকে উৎপন্ন হয় ফলে দুটি বাচ্ছার চোখ, মুখ, নাক আলাদা হয়। তবে রক্তের গ্রুপ এক্ষেত্রে আলাদা নাও হতে পারে। সধারনত এই ধরনের যমজের ক্ষেত্রে একটি ছেলে ও অপরটি মেয়ে হয়।
অভিন্নধর্মী যমজ সাধারণত একটিমাত্র ডিম্বাণু থেকেই উৎপন্ন হয় তাই তাদের একই রকমের দেখতে হয়। এই ধরনের যমজের ক্ষেত্রে দুটি-ই ছেলে বা দুটি-ই মেয়ে হতে পারে। একে অপরের আচরণের ক্ষেত্রেও মিল লক্ষ্য করা যায়। শুধু দুজনের মধ্যে বুড়ো আঙুলের ছাপে অমিল লক্ষ্য করা যায়।