একাধিক চরিত্র, খুন। সমু্দ্রের ঢেউয়ে ভেসে যাওয়া এক মৃতদেহ। এক গোয়েন্দা গল্পের লেখিকা জড়িয়ে পড়লেন হত্যা রহস্যে। কালির কলমে রহস্যের সমাধান নয়। এবার নিজেই গোয়েন্দা হয়ে উঠলেন! পুরীকে প্রেক্ষাপট করে অঞ্জন দত্ত এবার নিয়ে আসছেন নতুন ওয়েব ‘সিরিজ মার্ডার বাই দ্য সি’। (Murder By the Sea) তা কীরকম গল্প বলবে এই সিরিজ?
ছবিতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, পর্দায় তাঁর নাম অর্জুন রায়। হোটেলের ব্যবসা রয়েছে তাঁর। অনন্যা চট্টোপাধ্যায় (Anannya Chatterjee)-কে দেখা যাবে একজন লেখিকার ভূমিকায়। পর্দায় তাঁর নাম অর্পিতা সেন। অভিনেতা সুপ্রভাত দাসকে (Suprabhat Das) দেখা যাবে সেক্রেটরির ভূমিকায়। তাঁর চরিত্রের নাম রমেন দাস। পুরীতে এক ধনী, সম্ভ্রান্ত পরিবার হাওয়া-বদলের জন্য গিয়েছে। সেখানেই খুন হবে পরিবারের কর্তা বিক্রম রায়। তদন্তের ভার পড়বে মহিলা গোয়েন্দা অর্পিতা সেনের উপরে। তারপর একে একে এই খুনের গল্পে প্রবেশ করবে নানা চরিত্র। শেষমেশ কি রহস্যের সমাধান ঘটবে? উত্তর মিলবে আগস্ট মাসের ১২ তারিখ। সিরিজটি প্রযোজনা করেছে এসভিএফ।
অভিনেতা গায়ক রূপঙ্কর বাগচিকে (Rupankar Bagchi) দেখা যাবে একজন পেশাদার চিত্রগ্রাহকের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম অরুণ রায়। সুজয় নীল মুখোপাধ্যায় (Sujoy Neel Mukherjee)-কে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়। তাঁর চরিত্রের নাম বরুণ সামন্ত। অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) অঞ্জন দত্তের সঙ্গে এই প্রথম কাজ করছেন। তাঁর চরিত্রের নাম রিনা দাস। একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আজ মুক্তি পাওয়া ট্রেলারে অনন্যার চরিত্র দেখে মনে হয়, খুনে সমাধানে ব্যস্ত তিনি। তবে তিনি কতটা গোয়েন্দা, কতটা লেখিকা আর কতটাই বা রহস্যময়ী, তার উত্তর দেবে সিরিজ।