AOL Desk : সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজটা হাতে নিয়ে প্রথমেই আজকের দিনটা কেমন যাবে দেখে নেওয়া লোকের সংখ্যা তুলনামূলক ভাবে অনেকটাই বেশি। তাদের মধ্যে অনেকেই জানেনা জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে। তারা জানেও না তাদের রাশি কি শক্তিশালী? আসুন আমরা জেনে নিই।
জ্যোতিষ শাস্ত্রে প্রকৃতিক উপাদান বলতে জল, বায়ু, অগ্নি ও পৃথিবীকে বোঝায়। এই চার উপাদান যে সমস্ত রাশিগুলির মধ্যে বিদ্যমান তাদের শক্তিশালী রাশি বলে ধরা হয়। শাস্ত্র অনুযায়ী ১২ টি রাশি থাকলেও ক্ষমতাসম্পন্ন রাশি চারটি।
মেষ— অগ্নির প্রতীক। তাই এদের অফুরন্ত এনার্জি দেখতে পাওয়া যায়। সন্দেহ এদের বেশি থাকায় কাউকে বিশ্বাস করতে পারেনা এরা।
বৃশ্চিক— জলের প্রতীক। যারা এদের বিশ্বাসকে সম্মান করে তাদের সাথে ঘনিষ্ঠটা বেশি হয়।
কুম্ভ— বাতাসের প্রতীক। এরা সবচেয়ে বুদ্ধিমান হয় ও অত্যন্ত একগুয়ে স্বভাবের হয়।
মকর— পৃথিবীর প্রতীকী। এদের প্রগতিশীল ভাবনাই এদের এগিয়ে চলার শক্তি।