AOL Desk : বিয়ের পর প্রায় সকলের বন্ধু বান্ধবই বলে যে আপনি আগের থেকে নাকি বদলে গিয়েছেন, কিন্তু আপনি আপাত দৃষ্টিতে বুঝতে পারেন না যে আদেও কি আপনি বদলেছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, বিয়ের পর আপনি যে বদলে যান একথা আংশিক ভাবে সত্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষকরা এই উত্তর খুজতেই ১৬৯ জন সদ্য বিবাহিত দম্পতির উপরে একটি সমীক্ষা চালান। এদের মধ্যে পুরুষের বয়স ছিল ২৫-২৬ বছরে মধ্যে ও মহিলাদের বয়স ছিল ২৩-২৮ বছরের মধ্যে। সমীক্ষা চলাকালীন তিনটি ধাপে গবেষকরা দম্পতিদের প্রশ্ন করেন, প্রথম প্রশ্ন করার ৬ মাস পর দ্বিতীয় প্রশ্ন ও দ্বিতীয় প্রশ্ন করার ১ বছর পর তৃতীয় প্রশ্নগুলি করেন।
এই গবেষণা থেকে জানা যায় যে বিয়ের ১৮ মাসের মধ্যেই স্বামী ও স্ত্রীয়ের আচার আচরনে আসে আমূল পরিবর্তন। দুজনের মধ্যে মতের মিল আগের থেকে কমতে শুরু করে। স্বামীরা একা থাকতে পছন্দ করেন ও মহিলারা নিজেদেরকে আগের থেকে গুটিয়ে নেন। তবে এই গবেষণা থেকে যে সবসময় নেতিবাচক দিক বেরিয়ে এসেছে তা নয়। বিয়ের পর অনেকে মধ্যে অনুভুতি শেয়ার করার প্রবনতাও বৃদ্ধি পায়।