AOL Desk : সুখী দাম্পত্য জীবন মানে একে অপরের সঙ্গে সুখ, দুঃখ ও ভালোবাসা শেয়ার করা। দাম্পত্য জীবন সুখী করার জন্য স্বামী-স্ত্রী দুজনকেই অনেক ত্যাগ করতে হয়। আর আমরা সকলেই জানি যে, দাম্পত্য জীবন মানে শুধুই মনের মিলন নয় এর সঙ্গে রয়েছে শরীরের মিলনও।
বিবাহের পর ১-৪ বছর নিয়মিত সেক্সের মধ্য দিয়ে জীবন কাটলেও একটি সন্তান হওয়ার পর যৌন জীবনে ভাটা পরে। তাই মধ্যবয়সে এসে অনেকেই সঙ্গম থেকে নির্লিপ্ত থাকেন। কিন্তু আমরা অনেকেই জানিনা যে, এর ফলে আমরা ডেকে আনছি শরীরের অনেক ব্যাধি।
কেন শারীরিক মিলন দরকার আসুন দেখে নেওয়া যাকঃ
১. শারীরিক সম্পর্ক মানসিক শান্তি, উৎফুল্লতা বজায় রাখে।
২. দুশ্চিন্তা, অবসাদ, হীনমন্যতা দূর করা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সেক্সের বিকল্প মেলা ভার।
৩. ক্যালোরি ও ফ্যাট কমাতে সাহায্য করে যৌনতা।
৪. শারীরিক সম্পর্ক হজম শক্তি বাড়াতে সাহায্য করে।
৫. অনিদ্রা ও হার্টের সমস্যার সমাধান করতেও সাহায্য করে শারীরিক মিলন।