AOL Desk: জন্মাষ্টমী হিন্দুদের কাছে অত্যন্ত প্রিয় আর পবিত্র একটি তিথি। এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নেন। গোটা ভারতে এই দিনটি খুব পবিত্রতার সঙ্গে পালন করা হয়।করোনার এই সময়ে কৃষ্ণের আশীর্বাদ আমাদের বড়ই প্রয়োজন।
কীভাবে বাড়িতে পুজো করবেন
রাশি অনুযায়ী পুজোর নিয়ম
মেষ লাল বস্ত্র পরে পুজোয় বসে কপালে সিঁদুরের তিলক লাগান।
বৃষ সাদা বস্ত্র পরে পুজোয় বসে সাদা চন্দনের তিলক দিন কপালে।
মিথুন ধুতি বা ঢিলেঢালা বস্ত্র পরে পুজোয় বসে কপালে চন্দনের তিলক দিন।
কর্কট সাদা বস্ত্র পরে দুধের তৈরি ভোগ দিন।
সিংহ গোলাপি রঙের বস্ত্র পরে অষ্টগন্ধের তিলক দিন।
কন্যা সবুজ বস্ত্র পরে মালপোয়ার ভোগ দিন।
তুলা গেরুয়া বস্ত্র পরে মাখন আর মিছরির ভোগ দিন।
বৃশ্চিক লাল বস্ত্র পরে দুধের জিনিস ভোগে দিন।
ধনু হলুদ বস্ত্র পরে হলুদ রঙের মিষ্টি ভোগে দিন।
মকর লাল-হলুদ মিশ্রিত পোশাক পরুন আর মিছরি ভোগ দিন।
কুম্ভ নীল বস্ত্র পরুন আর বালুশাহী ভোগ দিন।
মীন হলুদ বস্ত্র পরুন আর কেশর দেওয়া বরফি ভোগে দিন।