AOL Desk : আজকাল প্রায় সবার বাড়িতেই রান্নার গ্যাস বা এল পি জি আছে। গ্যাস শেষ হয়ে যাবে মনে করে অনেকেই আগে গ্যাস বুক করে দেন ফলে সিলিন্ডার শেষ হওয়ার আগেই এসে পরে নুতন গ্যাস ভর্তি সিলিন্ডার। অগত্যা গ্যাস থাকার সত্ত্বেও ছেড়ে দিতে হয় গ্যাসের সিলিন্ডার। আর যদি বুঝতে পারার আগেই রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে যায়? তাহলে ভোগান্তি বাড়ে।
মধ্যপ্রদেশের একটি সায়েন্স কলেজের অধ্যাপক বিজেন্দ্র রায়ের দাবি আপনি একটি ভিজে কাপড়ের সাহায্যেই বুঝে নিতে পারবেন গ্যাস কতটা আছে। তিনি বলেছেন একটি কাপড় ভিজিয়ে গ্যাসের গা ভালো করে মোছা উচিত। মোছা শেষ হলে ২-৩ মিনিট অপেক্ষা করতে হবে।
কিছুক্ষণ পরে দেখা যাবে কিছুটা অংশ শুকনো ও বাকি অংশটা ভিজে রয়েছে। যে অংশ ভিজে রয়েছে ততটা গ্যাস এখনও আছে। তিনি জানাচ্ছেন যে অংশে কোনও তরল থাকে সেখানে তাপমাত্রা বাকি অংশের থেকে কম থাকে ফলে সিলিন্ডারের যে অংশে এলপিজি রয়েছে সেতি শুকোতে বেশি টাইম লাগে।