AOL Desk: আগামী ২৯ শে এপ্রিল মুক্তি পেতে চলেছে বাংলার বহুল প্রতীক্ষিত দুটি ছবি। একটি ছবির মুখ্য ভূমিকায় দেব (Dev) ও অপরটির জিৎ (Jeet) অভিনীত। দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকার পরে কোভিড ভীতি কাটিয়ে বাঙালি হল মুখী হয়েছে এর মাঝেই বাংলার দুই জনপ্রিয় অভিনেতার অভিনীত সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে যে একটা উৎসাহ থাকবে সেটা বলাবাহুল্য।
দেবের কিশমিশ দর্শকদের একটি ভিন্ন প্রেমের অনুভূতি দেবে, সেটা ট্রেলার দেখেই স্পষ্ট। অন্য দিকে জিৎ -এর রাবণ অ্যাকশন প্যাকড হাইভোল্টেজ ও থ্রিলিং যুক্ত কমার্শিয়াল ছবি। কিশমিশ (kishmish) বনাম রাবণের (Raavan) লড়াই অনেক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে, নেপথ্যে দুই অভিনেতার ভক্তগণ। কিন্তু ট্রেলারের পরিপ্রেক্ষিতে কোন ছবি এগিয়ে কোন ছবি পিছিয়ে দেখে নিন।
প্রায় তিন সপ্তাহ আগে কিশমিশের ট্রেলার (Trailer) মুক্তি পেলেও ১০ই এপ্রিল মুক্তি পেয়ে দেবের কিশমিশের ট্রেলারকে ছাপিয়ে গেল রাবণ। ইউটিউবের (Youtube) তথ্য বলছে রাবণের ট্রেলারে ভিউয়ারের সংখ্যা ১১ লাখ ৪৯ হাজার ৫৭১ গতকাল অবধি।
ট্রেলারের নিরিখে কিশমিশের থেকে রাবণ অনেক এগিয়ে থাকলেও বক্স অফিসে (Box Office) কে এগিয়ে থাকবে সেটি সময়ের অপেক্ষা।