সংসারে আর্থিক বৃদ্ধি, বাচ্চার পড়াশোনায় উন্নতি কিংবা চাকরিক্ষেত্রে শুভ ফলের আশায় বাস্তু দোষ কাটান। বাস্তু দোষ থাকলে সংসারে শান্তিতে ব্যঘাত ঘটে। বাস্তু, মতে বাড়ি সাজালে কিংবা ঘরের দিশা ঠিক রাখলে শান্তি বিরাজ করে সংসারে। আবার বাস্তু টোটকা মেনে চললে সাফল্য আসে সর্বক্ষেত্রে। এমনই একটি বাস্তু টোটকা (Vastu Tips) লুকিয়ে আছে হলুদ ফুলে। বাস্তুশাস্ত্রে বর্নিত আছে, ঘরের দক্ষিণ-পশ্চিম (South West) কোণায় হলুদ ফুল (Yellow Flower) রাখলে বেশ কিছু ক্ষেত্রে উন্নতি ঘটে। জেনে নিন কী হতে পারে।
বাস্তুশাস্ত্রে, দক্ষিণ-পশ্চিম (South West) দিকের উপকারিতা সম্পর্কে বর্ণিত আছে। বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুসারে, দক্ষিণ-পশ্চিম (South West) দিকের উপাদান হল পৃথিবী (Earth)। এই দিকটি মাতৃভূমির সঙ্গে সম্পর্কিত। শাস্ত্র মতে এই মাতৃভূমি হলুদ রঙের সাথে আরও সম্পর্কিত। শাস্ত্রে এই রঙের সঙ্গে ঋতু সম্পর্কেরও উল্লেখ আছে। এই দক্ষিণ-পশ্চিম দিকটি বর্ষাকালের প্রথম দিকের সাথে সম্পর্কিত।
বর্ষায় অনেকেই পেটের সমস্যায় ভোগেন। এই সময় নানা রকম পেটের ব্যাধীর জন্য ঠিক মতো খাবার খেতে পারেন না অনেকেই। হজমের সমস্যা হয়। বাস্তু (Vastu) মতে, এই দিকে হলুদ রঙের জিনিস রাখলে পেটের যাবতীয় সমস্যা সমাধান হবে। সারা বছরই ঘরের এই কোণায় হলুদ ফুল রাখতে পারেন। এতে পরিবারের সকল সদস্যের শারীরিক বাধা কেটে যাবে।
অন্যদিকে, সংসারে আর্থিক বৃদ্ধি ঘটাতে হলুদ শুভ রং। ঘরের দক্ষিণ-পশ্চিম কোণায় হলুদ রঙের ফুল রাখলে আর্থিক উন্নতি ঘটে। ফুলের বদলে এই কোণায় হলুদ পর্দাও (Yellow Curtain) লাগাতে পারেন। এতেও উন্নতি ঘটবে। যদি আপনি বাড়ি বা অফিসের দক্ষিণ-পশ্চিম (South West) দিকে বড় গাছ বা চারা লাগান, তাহলে আপনি অনেক উপকার পাবেন।