বিয়েতে সবথেকে বেশি সক্রিয় ভূমিকা থাকে মেয়েদের। বিয়ে নিয়ে ছোট থেকেই তাঁদের থাকে নানা স্বপ্ন। এরপর একটা সময় সেই বহু অপেক্ষিত সময় আসে। তখন মেয়েটির বিয়ে হয়। তবে বিয়ের পরের জীবনে মহিলারা সাধারণত একেবারে নতুন একটি বাড়িতে এসে ওঠেন। এই বড়িতে তাঁর সবথেকে কাছের সঙ্গী হল স্বামী (Husband)। এই অবস্থায় প্রতিটি স্বামীকেই বিয়ের পর নববধূর (Newly Married Wife) খেয়াল রাখার ক্ষেত্রে এগিয়ে আসতে হয়। এক্ষেত্রে এই কয়েকটি নিয়মেই হতে পারে সমস্যার সমাধান।
স্ত্রীর পরিবারের প্রশংসা করুন
সদ্য বিয়ে করে এসেছেন স্ত্রী (Wife)। তাঁকে যোগ্য সম্মান দিতে হবে। এমনকী তাঁর পরিবারের মানুষকেও দিন সম্মান।
উপহার দিন
যে কোনও মানুষই উপহার পছন্দ করেন। আমি করি, আপনি করেন, আপনার স্ত্রীও নিশ্চয়ই করেন। সেক্ষেত্রে সবথেকে ভালো হয় তাঁকে উপহার দিতে পারলে। স্ত্রীর ভালোলাগার কোনও জিনিস উপহার হিসেবে দিন। উপহার দিতে বলছি মানেই খুব দামি কিছু দিতে হবে, এমন নয়। বরং ছোটখাট জিনিসও উপহার হিসেবে দিতে পারেন।
সময় দিন
বিয়ের পর নতুন পরিবারে এসে উঠেছেন আপনার স্ত্রী। এই সময়ে আপনার অবশ্যই তাঁর পাশে থাকা উচিত। তাঁকে অন্যান্য সময়ের থেকে একটু বেশি সময় দিন।
ঘুরতে যান
সদ্য বিয়ে করেছেন, এই সময়টা একটু নিজেরা একসঙ্গে থাকতে পারলে সবথেকে ভালো হয়। এক্ষেত্রে বিয়ের পর কোথাও সময় পেলেই ঘুরতে চলে যান। একটু বেড়িয়ে আসলে দুজনের মনই ভালো থাকবে। তবে ঘোরার কথা ওঠা মানেই দুই তিনদিন থাকার কথা বলা হচ্ছে না। সপ্তাহ শেষের ছুটিতেই বেড়িয়ে চলে আসুন বাড়ির কাছের কোনও জায়গা থেকে।
সমস্যার কথা জিজ্ঞেস করুন
নতুন বাড়িতে সমস্যা হতেই পারে। সেক্ষেত্রে আপনার উচিত স্ত্রীকে জিজ্ঞেস করার যে কোনও সমস্যা হচ্ছে না তো? বেশিরভাগ ক্ষেত্রেই তিনি এই কথার উত্তরে না বলবেন। এই উত্তরটা আপনার জানা থাকলেও, তাঁর মুখ থেকেই শুনুন। তবেই তিনি বুঝবেন আপনি তাঁকে গুরুত্ব দিচ্ছেন।